NSG At Sandeshkhali : মাইন ডিটেক্টর থেকে রোবোটিক ডিভাইস দিয়ে অস্ত্রভাণ্ডারের তল্লাশি? সন্দেশখালিতে নামল NSG কম্যান্ডো – nsg commando at sandeshkhali using modern technology for detecting explosives


সন্দেশখালিতে যে বাড়িতে অস্ত্র, বোমা উদ্ধারের ঘটনা ঘটেছিল, সেই বাড়িটিকে ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা। বাড়িটিতে প্রচুর পরিমাণে বিস্ফোরক জমা রয়েছে বলে সন্দেহ সিবিআই আধিকারিকদের। যে কোনও মুহূর্তে বড় বিপদ ঘটে যেতে পারে। সেই আশঙ্কায় NSG কম্যান্ডোদের ডাকা হয়। মাইন ডিটেক্টর থেকে রোবোটিক ডিভাইস দিয়ে অস্ত্রভাণ্ডারের তল্লাশি? সন্দেশখালিতে নামল NSG কম্যান্ডোNSG কম্যান্ডোরা ওই এলাকাটি ঘিরে নেয়। তাঁদের নিজস্ব অত্যাধুনিক মেশিন, রোবট নিয়ে কাজ শুরু করেন তাঁরা। বাড়ির নিচে বাক্স বন্দী প্রচুর বিস্ফোরক রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরক পদার্থকে নিষ্ক্রিয় করতে রোবট নামানোর সিদ্ধান্ত নেওয়া হয় NSG কম্যান্ডোদের তরফে। সেই বাক্সের মধ্যে আদৌ কী ধরনের বিস্ফোরক পদার্থ রয়েছে, সেটা পরীক্ষা করার জন্যে অত্যাধুনিক বেশ কিছু মেশিন ব্যাবহার শুরু করেন তাঁরা।

সন্দেশখালিতে NSG কম্যান্ডো

সন্দেশখালিতে NSG কম্যান্ডো

সন্দেশখালির সরবেড়িয়ার মল্লিকপাড়ায় শাহজাহান-ঘনিষ্ঠ আবু তালবের বাড়িতে এদিন তল্লাশি চালায় সিবিআই গোয়েন্দারা। তাঁদের একটি টিম এদিন সকালে এসে তল্লাশি চালায়। এরপরেই সেখানে প্রচুর পরিমাণে বিস্ফোরকের সিদ্ধান্ত পাওয়া যায়। উল্লেখ্য, ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা NSG, ভারত সরকারে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা একটি সন্ত্রাস বিরোধী ইউনিট। দেশের মধ্যে সন্ত্রাসবাদীদের যে কোনও কার্যকলাপকে প্রতিহত করার জন্য ১৯৮৪ সালে এই বাহিনী তৈরি হয়। সেই NSG কম্যান্ডো বাহিনীকে বাংলায় ব্যবহার করার ঘটনা আকর্যট নজিরবিহীন। সন্দেশখালি এলাকায় প্রচুর পরিমাণে বিস্ফোরক পাওয়া গিয়েছে বলেই এই NSG কম্যান্ডোদের কাজে লাগানো হচ্ছে বলেই ধারণা।

CBI Raid : সন্দেশখালিতে ফের CBI হানা! উদ্ধার প্রচুর অস্ত্র-বোমা, রিপোর্ট তলব কমিশনের
আজ সকালেই সন্দেশখালির সরবেড়িয়া, আগরহাটি মুল্লিকপাড়ার একটি গ্রামে সিবিআইয়ের একটি টিম যায়। সন্দেশখালির ঘটনায় তদন্তভার পেয়েছে সিবিআই। সেই কারণেই, গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে যায় কেন্দ্রীয় গোয়েন্দারা। সকাল থেকেই সেই বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। বাড়ির মেঝেতে অস্ত্রের ভাণ্ডার রয়েছে বলে খবর পান তাঁরা। এরপর সেখানে তল্লাশি শুরু করে। প্রাথমিকভাবে, বিদ্যুৎ দফতরের কর্মীদের এনে সেখানে বাড়িতে সমস্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর বাড়ির মেঝেতে বাক্স বন্দি বিস্ফোরকের সন্ধান পান কেন্দ্রীয় গোয়েন্দারা। সেগুলিকে উদ্ধারের জন্য NSG কম্যান্ডো ডাকা হয় সাহায্যের জন্য।
বিষয়টি নিয়ে বিজেপি নেতা অমিত মালব্য বলে, ‘পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই ব্যাখ্যা করতে হবে রাজ্য কেন অবৈধ অস্ত্রের বিশাল মজুত দেখছে? এটা বিপজ্জনক। NSG মোতায়েন করা হয়েছে কিন্তু WB সরকার সিবিআইকে বিষয়টি তদন্ত করা থেকে বিরত রাখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *