Rajaram Rege,কলকাতায় কেন এসেছিলেন? পুলিশের প্রশ্নে চুপ রাজারাম – rajaram rege kolkata visit secret still largely unknown of lalbazar police


এই সময়: দিন চারেক আগে ধরা পড়লেও, রাজারাম রেগির কলকাতা সফরের ‘রহস্য’ এখনও অনেকটাই অজানা লালবাজারের কাছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসের ছবি তুলেছেন বলে স্বীকার করলেও তাঁর উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে এখনও মুখে কুলুপ রাজারামের।ইতিমধ্যে অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। তা খতিয়ে দেখার পরে তাঁরা জানতে পেরেছেন, কলকাতা ছাড়ার পরে বেশ কিছু ছবি-ভিডিয়ো ডিলিট করেছেন অভিযুক্ত। হঠাৎ কেন তিনি ছবি ডিলিট করতে গেলেন, সে বিষয়ে প্রশ্ন করলেও অভিযুক্ত কোনও মন্তব্য করতে চাইছেন না বলে পুলিশ সূত্রে খবর।

আপাতত রহস্যের জট কাটাতে পুলিশের হাতে ‘অস্ত্র’ রাজারামের সঙ্গে দেখা করতে আসা চারজনের বয়ান। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু, তাতেও খুব একটা লাভ হয়নি। সে কারণে ফের তাঁদের তলব করা হয়েছে। গোয়েন্দারা জানতে পেরেছেন, রাজারাম রেগি একটি গাড়ি ভাড়া করে কলকাতায় ঘুরেছেন।

সেই গাড়ি কে ভাড়া করে দিয়েছিলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। শেক্সপিয়র সরণি থানা ছাড়াও কলকাতার আরও কয়েকটি জায়গায় তিনি গিয়েছিলেন ওই গাড়ি করে। সেই সব জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গত সোমবার রাজারামকে মুম্বইয়ের মাহিম থেকে গ্রেপ্তার করে পুলিশ। কলকাতায় এসেও তিনি আচমকা মুম্বইয়ে ফিরে গিয়েছিলেন।

নিশানায় ছিলেন অভিষেক? ধৃত রাজারামের পরিচয় জানলে চমকে উঠবেন!

স্বামীর কলকাতায় আসা নিয়ে ইতিমধ্যে তাঁর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে পুলিশের কাছে দাবি করেছেন। কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, ‘মুম্বইয়ের ২৬/১১ হামলার অন্যতম চক্রী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে যোগাযোগ ছিল রাজারামের। ওই ঘটনার আগে, যে ভাবে রেকি করা হয়েছিল মুম্বইয়ে। কলকাতায় এসেও সেই একই কায়গায় রেকি চালিয়েছিলেন ওই অভিযুক্ত। সে কারণে তাঁর গতিবিধি আমাদের কাছে সন্দেহের।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *