Ram Navami | Kolkata High Court: ‘তদন্তে বোমাবাজির প্রমাণ পাইনি’, রামনবমীতে অশান্তি নিয়ে হাইকোর্টে রিপোর্ট রাজ্যের!


অর্ণবাংশু নিয়োগী: রামনবমীর দিন মুর্শিদাবাদে গন্ডগোলের ঘটনায় ২টি রিপোর্ট পেশ করল রাজ্য। মুর্শিদাবাদের পুলিস সুপার এবং সিআইডির  তরফে এই রিপোর্ট পেশ করা হয়েছে। একাধিক জায়গায় বোমাবাজির অভিযোগ করা হয়েছে, কিন্তু আমরা তদন্তে এখনও সেরকম কিছু পাইনি। রিপোর্টে জানাল রাজ্য। ওদিকে রিপোর্ট দেবে এনআইএ-ও। রামনবমীর দিন মুর্শিদাবাদে মিছিলে অশান্তির ঘটনাটি এইনাইয়ের তদন্তের আওতায় আসে কিনা, তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে তদন্তকারী সংস্থা এনআইএ। ১০ মে পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে অশান্তিতে কড়া মনোভাব নিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রাথমিক পর্যবেক্ষণে প্রধান বিচারপতির সাফ মন্তব্য, ‘নির্বাচন কমিশনকে বলব বহরমপুরে নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়’! প্রধান বিচারপতির চাঁছাছোলা মন্তব্য,’মানুষ যেখানে ৮ ঘণ্টা শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারে না, সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই।’ 

উল্লেখ্য, মুর্শিদাবাদে রামনবমী মিছিলে অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে বিশ্ব হিন্দু পরিষদ। তাদের বক্তব্য,’গত বছর রামনবমীর মিছিলে অশান্তি ছড়িয়ে পড়েছিল হাওড়ায়। সেই ঘটনার তদন্ত করছে এনআইএ। এবার একইভাবে অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদে। যাঁরা ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। কিন্তু রাজ্য প্রশাসন তদন্ত করতে পারবে না। এনআই-কে তদন্তভার দেওয়া হোক’।

আরও পড়ুন, Primary: ২ মাসের মধ্যেই চাকরি দিতে হবে! বাতিল বিতর্কের মধ্যেই নিয়োগের বড় নির্দেশ হাইকোর্টের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *