রাজবাড়ি থেকে সরবেড়িয়া পর্যন্ত টোটো চালাতেন তিনি। পাশাপাশি শেখ শাহজাহানের ভেড়ির কাজ দেখাশুনার সঙ্গে যুক্ত ছিলেন। শেখ শাহাজানের গ্রেফতারির পর থেকেই আবু তালেবকে আর এলাকায় দেখা যাচ্ছিল না। শেখ শাজাহানের একদা ডান হাত বলে পরিচিত এই আবু তালেব মোল্লা। শেখ শাজাহানের গ্রেফতারির পর থেকে আবু তালেবের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আদালতের নির্দেশে তদন্তভার হাতে নিয়েছে CBI।
প্রায় ১৫ দিন ধরে চলা সিবিআই আধিকারিকদের তথ্য সংগ্রহের মধ্যেই শুক্রবার সকালে সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়ায় একদা শাহাজান ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়িতে চলে তল্লাশি। তাঁর বাড়িতে স্ত্রী তসনিমা বিবি সহ আরও একজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘরের মেঝের নীচের বাঙ্কার থেকে কিছু বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। খবর দেওয়া হয়, এনএসজিকে। এরপর অত্যাধুনিক রোবট কাজে লাগিয়ে বোমা নিষ্ক্রিয় করার কাজ করা হয়। ইতিমধ্যে আবু তালেবের স্ত্রী তসলিমা বিবিকে আটক করেছে CBI।
আন্তর্জাতিক অস্ত্র পাচারের সঙ্গে আবু তালেবের কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।n স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনও নেতাকে আবু তালেবের এই বাড়িতে আসতে দেখেননি তাঁরা। যেহেতু সেখানে একটি বাড়ির সঙ্গে অপর বাড়ির দূরত্ব প্রায় ৫০ মিটার তাই রাতের অন্ধকারে কেউ বাড়িতে আসত কিনা সেই বিষয়ে বলতে পারছেন না প্রতিবেশীরা।
এদিকে এই গোটা ঘটনার পর থেকেই আবু তালেবের খোঁজ চলছে। তাঁকে নাগালে পাওয়া গেলে অনেক তথ্যের জবাব পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। এদিকে সন্দেশখালি নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। এখন দেখার কোন পথে এগোয় তদন্ত।