Abu Taleb Molla,শেখ শাহজাহানের ‘ভেড়ি ম্যানেজার’! কী ভাবে উত্থান আবু তালেব মোল্লার? – sandeshkhali local people claim that abu taleb molla was close to sheikh shahjahan


সন্দেশখালি নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। শেখ শাহজাহানের গ্রেফতারির পর এবার সন্দেশখালি থেকে অস্ত্র উদ্ধার ঘিরে শোরগোল পড়েছে। রাজ্য সহ গোটা দেশে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের দিনেই সিবিআই সন্দেশখালিতে হানা দেয় আবু তালেব মোল্লার বাড়িতে। কে এই আবু তালেব মোল্লা ?বছর ৩০-এর যুবক আবু তালেব মোল্লার আদি বাড়ি নেজাট থানার বাউনিয়া গ্রামে। সন্দেশখালির বাসিন্দাদের কথায়, ‘শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত ছিলেন এই আবু তালেব। সন্দেশখালির মল্লিক পাড়ার বাসিন্দা তাসমিনা বিবির সঙ্গে তাঁর বিবাহ হয়। বিবাহ সূত্রে গত পাঁচ বছর ধরে মল্লিক পাড়া তাঁর স্থায়ী ঠিকানা।

রাজবাড়ি থেকে সরবেড়িয়া পর্যন্ত টোটো চালাতেন তিনি। পাশাপাশি শেখ শাহজাহানের ভেড়ির কাজ দেখাশুনার সঙ্গে যুক্ত ছিলেন। শেখ শাহাজানের গ্রেফতারির পর থেকেই আবু তালেবকে আর এলাকায় দেখা যাচ্ছিল না। শেখ শাজাহানের একদা ডান হাত বলে পরিচিত এই আবু তালেব মোল্লা। শেখ শাজাহানের গ্রেফতারির পর থেকে আবু তালেবের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আদালতের নির্দেশে তদন্তভার হাতে নিয়েছে CBI।

প্রায় ১৫ দিন ধরে চলা সিবিআই আধিকারিকদের তথ্য সংগ্রহের মধ্যেই শুক্রবার সকালে সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়ায় একদা শাহাজান ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়িতে চলে তল্লাশি। তাঁর বাড়িতে স্ত্রী তসনিমা বিবি সহ আরও একজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘরের মেঝের নীচের বাঙ্কার থেকে কিছু বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। খবর দেওয়া হয়, এনএসজিকে। এরপর অত্যাধুনিক রোবট কাজে লাগিয়ে বোমা নিষ্ক্রিয় করার কাজ করা হয়। ইতিমধ্যে আবু তালেবের স্ত্রী তসলিমা বিবিকে আটক করেছে CBI।

আন্তর্জাতিক অস্ত্র পাচারের সঙ্গে আবু তালেবের কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।n স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনও নেতাকে আবু তালেবের এই বাড়িতে আসতে দেখেননি তাঁরা। যেহেতু সেখানে একটি বাড়ির সঙ্গে অপর বাড়ির দূরত্ব প্রায় ৫০ মিটার তাই রাতের অন্ধকারে কেউ বাড়িতে আসত কিনা সেই বিষয়ে বলতে পারছেন না প্রতিবেশীরা।

Abu Talib : পঞ্চায়েত সদস্যর বোনকে বিয়ে, নাটকীয় উত্থান! সন্দেশখালিকাণ্ডে চর্চায় থাকা কে এই আবু তালেব?

এদিকে এই গোটা ঘটনার পর থেকেই আবু তালেবের খোঁজ চলছে। তাঁকে নাগালে পাওয়া গেলে অনেক তথ্যের জবাব পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। এদিকে সন্দেশখালি নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। এখন দেখার কোন পথে এগোয় তদন্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *