Anindya Bose Dilam Tomay,নতুন রূপে অনিন্দ্য, দিলাম তোমায় মন ছুঁয়ে যায় – singer anindya bose talks about new audio visual project dilam tomay released on social media platform watch video


গায়ক অনিন্দ্য বোসকে আমরা সবাই জানি। একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তিনি গানের পাশাপাশি একাধিক সময়ে চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। অনিন্দ্য বোস এবারে নতুন অবতারে হাজির হলেন দর্শককুলের কাছে (Dilam Tomay Project)। দিলাম তোমায় প্রজেক্টে প্রায় ২ বছর ধরে কাজ করেছেন তিনি। সমাজ মাধ্যমে এই প্রজেক্ট ছাড়া হয়েছে এবং দর্শকের থেকে পসিটিভ রিভিউ পাওয়ার আশায় গায়ক অনিন্দ্য বোস (Anindya Bose Exclusive)। আসুন তাঁর মুখ থেকেই শুনে নেওয়া যাক এই কাজ সম্পর্কে। দেখে নিন এই এক্সক্লুসিভ ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরে বিশেষ করে রাজনীতি, খেলা ও বিনোদন সংক্রান্ত যাবতীয় খবরে আপডেটেড থাকতে অপনদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali Video,



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *