ফের ভয়াবহ বিস্ফোরণ মুর্শিদাবাদে, উদ্ধার দু’ডজন বোমাও, ভোটের আগে বাড়ছে আতঙ্ক – big blast in murshidabad rejinagar and police is investigating


আগামী ৭ তারিখ তৃতীয় দফার নির্বাচনে ভোটগ্রহণ হতে চলেছে, মুর্শিদাবাদ জেলার ২টি কেন্দ্রে। আর তার আগেই উত্তপ্ত মুর্শিদাবাদ। বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদের রেজিনগর থানার নাজিরপুর অঞ্চল। বিস্ফোরণের তীব্রতায় আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসে লোকজন। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। তদন্তে নেমে পুলিশ নাজিরপুর থেকে কিছুটা দূরে শেখালিপুর এলাকায় ২৪টি তাজা বোমা উদ্ধার করেছে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান অতিরিক্ত গরমের কারণে মজুত রাখা বোমাগুলি ফেটে গিয়েছে।নির্বাচন ঘোষণার পর মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে উত্তেজনার খবর। শনিবার ভরতপুর থানার সরডাঙা বিন্দারপুরে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে জখম হন মোট দশজন। এদিন রেজিনগর থানার নাজিরপোর পশ্চিম পাড়ার একটি বাড়ির পাশে আবর্জনা স্তুপে ভোর চারটা নাগাদ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল সমর্থক লতিব শেখের ভাইপো ফরিক শেখের বাড়ির পাশে ঘটে বিস্ফোরণ। ঘটনার পর থেকে পলতক লতিব শেখ ও ফরিক শেখ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিস্ফোরণের তীব্র শব্দে আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসে মানুষ। কিছুক্ষণ পর ধাতস্ত হয়ে ওই জায়গায় যায় এলাকাবাসীরা। বোমা বিস্ফোরণের ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরবর্তীতে এলাকার মানুষ থানায় ফোন করে পুলিশকে গোটা বিষয়টি জানায়। বিস্ফোরণের বেশ কিছুক্ষণ পরে রেজিনগর থানার পুলিশ পৌঁছয়। এরপর স্থানীয় সূত্রে খবর পেয়ে পাশের গ্রামে তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২৪টি তাজা বোমা উদ্ধার করা হয়।

দিন কয়েক আগেও বোমা বিস্ফোরণে দুই যুবক আহত হয় এই মুর্শিদাবাদে। স্থানীয় সূত্রে জানা যায় মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার মোনাইকান্দারা গ্রামের বেশ কয়েক জন যুবক স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের জঙ্গলে সকেট বোমা বাঁধার কাজ করছিল। সঙ্গে ছিল বোমা বাঁধার দুই কারিগরও। তীব্রতা বৃদ্ধির জন্য বেশি পরিমাণ বারুদ ব্যবহার করা হচ্ছিল বোমাগুলিতে। অতিরিক্ত গরমে যা থেকে বিস্ফোরণ ঘটে বলে মনে করছে পুলিশ। বিস্ফোরণে গুরুতর জখম হয় দুই যুবক। মোনাইকান্দারা গ্রামের বাসিন্দা জিন্নাত আলি শেখ‌ নামে এক কলেজ পড়ুয়ার হাতের বেশ কয়েকটি আঙুল উড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও তার আগে চম্পট দেয় দুষ্কৃতীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *