দার্জিলিং চা হল গোটা দেশের কাছে অন্যতম একটি আকর্ষণীয় পানীয়। বিদেশেও এই চায়ের কদর কম নয়। তবে, আপনি কি জানেন, দার্জিলিঙে এমন এক ধরনের চা পাওয়া যায়, যেটা দেড় লাখ টাকা কেজি। দার্জিলিং ম্যাল রোডের কাছে একটি দোকানে এই চা পাওয়া যায়। বিশেষ ধরনের এই চা স্বাদে-গন্ধে সবাইকে টেক্কা দিতে সক্ষম।
Source link
