CRPF Jawan : মণিপুর জঙ্গি হানায় নিহত বাঁকুড়ার অরূপ, জওয়ানের শেষ বিদায়ে কান্নার রোল গোটা গ্রামে – crpf jawan arup saini killed in manipur militant attack funeral at bankura village


কফিন বন্দী দেহ ফিরল গ্রামে। জঙ্গি হানায় নিহত বাঁকুড়ার CRPF জওয়ান অরূপ সাইনি। গ্রামের ছেলেকে শেষবার দেখার জন্য হাজার হাজার এলাকাবাসী। চোখের জলে গান স্যালুটে বিদায় দেওয়া হল শহিদ জওয়ানকে। তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয় জেলা পুলিশের তরফে। বিদায়বেলায় গোটা গ্রাম জুড়ে কান্নার রোল।মণিপুরে জঙ্গি হামলায় নিহত শহিদের দেহ রবিবার এসে পৌঁছয় বাঁকুড়ার পাঁচালের বাড়িতে, জনস্রোতে চোখের জলে গান স্যালুটে শেষ বিদায় শহিদকে। মণিপুরে জঙ্গি হামলায় নিহত হন আধা সামরিক বাহিনীর ১২৮ নং CRPF এর হেড কনস্টেবল। জওয়ান-এর বাড়ি বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামে। গতকালই অরূপ সাইনির দেহ বিমানে আনা হয় কলকাতায়। আজ সকালে কফিনবন্দী দেহ নিয়ে যাওয়া হয় তাঁর পাঁচাল গ্রামের বাড়িতে। সেখানে তাঁর কফিনে শেষ শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার, সি আর পি এপের আধিকারিক সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।

চোখের জলে শহিদকে শেষ শ্রদ্ধা জানায় এলাকার হাজার হাজার মানুষ। গান স্যালুটের মধ্যে দিয়ে শহিদ অরূপ সাইনিকে শেষ শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুরের নারানসেনায় কুকি জঙ্গিদের হানায় CRPF-এর হেড কনস্টেবল অরূপ সাইনি সহ দুই CRPF জওয়ানের মৃত্যু হয় ও দুই জওয়ান আহত হন । জঙ্গি হামলায় অরূপ সাইনির মৃত্যুর খবর শনিবারই এসে পৌঁছয় বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামে অরূপ সাইনির বাড়িতে।

তারপর থেকেই কার্যত শোকে স্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম। চোখের জলে শুরু হয় অরূপ সাইনিকে শেষ বার চোখে দেখার জন্য গ্রামবাসীদের প্রতীক্ষা। গতকালই বিশেষ বিমানে অরূপ সাইনির কফিনবন্দী দেহ পৌঁছয় কলকাতায়। সেখান থেকে আজ সকালে সি আর পি এফ এর কর্মী আধিকারিকরা অরূপ সাইনির দেহ নিয়ে পৌঁছায় সোনামুখী থানার পাঁচাল গ্রামে। গ্রামের বাড়ির অদূরেই তৈরী ছিল মঞ্চ। সেই মঞ্চকে ঘিরে সকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমান।

ভোটের মাঝেই রক্তাক্ত মণিপুর! জঙ্গি হামলায় শহিদ ২ CRPF জওয়ান
সকাল সাতটা নাগাদ শহিদের কফিনবন্দী দেহ আনা হয় মঞ্চে। সেখানে শহিদের মরদেহে শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি সহ রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। রাজ্য পুলিশের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় শহিদ কে। ঘটনার রাত্তিরেই শহিদ অরূপ সাইনি তার ভাই ধনঞ্জয় সাইনিকে গুলি লাগার ও বোমা বিস্ফোরণের খবর জানায়। ফোন করে জানায় যে ভাই আমার পেটে গুলি লেগেছে ও পায়ে বোম্ব বাল্ট হয়েছে সে আর বাঁচনে বলেও শেস বারের মতো ভাইয়ের সাথে কথা হয় শহিদ অরূপ সাইনীর। ২০০৪ সালে সি আর পি এফ জওয়ান হিসেবে কর্ম জীবন শুরু করেন দুর্গাপুরের অমরাবতীতে। পরে সেখান থেকে শ্রীনগর ও তারপর মণিপুরে পোস্টিং হয় অরূপ সাইনিরর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *