Dev,’লাইফে সবচেয়ে বেশি ভালোবাসি’, দেবের টানে ছুটে এল দশম শ্রেণির ছাত্র – boy came from asansol to hooghly for actor dev


হাতে বুকে ট্যাটু করা ‘হিরো’ দেবের নাম, স্কুলে নাকি তাকে সবাই দেব বলেই ডাকে। পান্ডুয়ায় দেব দর্শনে দেখা মিলল দেব ভক্তের। আসানসোল থেকে পান্ডুয়ায় ছুটে এসেছে শ্রীকান্ত দেবনাথ। ক্লাস টেনের ছাত্র সে। স্বপ্নের হিরো দেবের প্রায় সব ছবি তার দেখা হয়ে গিয়েছে। এক নিশ্বাসে বলে দিতে পারে পাগলু,চ্যাম্পিয়ান,মন মানে না, সেদিন দেখা হয়েছিল-র মত দেবের একের পর এক সিনেমার নাম।

দেবের টানে হুগলিতে

হুগলির পান্ডুয়ায় রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেব রোড শো করতে আসছেন খবর পেয়ে আসানসোল থেকে চলে আসে দেবের ফ্যান শ্রীকান্ত। তার জামার বোতাম খোলা বুকের বাঁদিকে ট্যাটুতে লেখা দেব। বাঁ হাতেও ট্যাটু করা। শ্রীকান্ত জানায়, খাদান সিনেমার শুটিং-এ দেব যখন আসানসোলের কোলিয়ারি এলাকায় গিয়েছিলেন তখন তাঁকে সামনে থেকে দেখা হয়নি। সিনেমার পর্দায় হিরোকে দেখলেও সামনে থেকে দেখার আশায় পান্ডুয়ায় চলে আসে সে। দেখাও হয় স্বপ্নের হিরোর সঙ্গে। দেব তাঁর সঙ্গে কথাও বলেন।

কী বললেন রচনা?

এদিকে এদিন রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেবের সঙ্গে আমার অনেক বছরের সম্পর্ক, ও আমার শুভাকাঙ্ক্ষী, অনেক দিন পর এখনও আমরা একসঙ্গে আছি, এটাই ভালো লাগলো। ২০শে মে পঞ্চম দফায় হুগলি জেলায় নির্বাচন। চলছে জোর কদমে প্রচার। শনিবার হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পান্ডুয়ায় প্রচার করেন ঘাটালের তৃনমূল প্রার্থী দেব। একসঙ্গে হুড খোলা গাড়ি থেকে জনসংযোগ করার পাশাপাশি রচনার সঙ্গে বেশ হাসিখুশি মেজাজে কথাবার্তা বলেন ঘাটালের তৃণমূল প্রার্থী।

এক সময়ের সহ অভিনেত্রী ছিলেন রচনা‌। দু’জনে একসঙ্গে কাজও করেছেন। এখন ২ জনেই তৃনমূল কংগ্রেস দলের লোকসভার প্রার্থী। তফাৎ বলতে রাজনীতিতে ১০ বছরের অভিজ্ঞ দেব, আর রচনা নবাগতা। সহ অভিনেত্রীর সমর্থনে এদিন পান্ডুয়াতে উপস্থিত হয়ে প্রচারে ঝড় তোলেন দেব। দলীয় নেতা কর্মীদের পাশাপাশি দুই সেলিব্রেটি প্রার্থীকে দেখতে হাজার হাজার মানুষের ভিড়ে কার্যত মাঝে মধ্যে দাড়িয়ে পরে প্রচারের গাড়ি। মানুষের সঙ্গে হাত মেলানোর পাশাপাশি এক ভক্তের আবদারে তার ফোন নিয়ে নিজস্বীও তুলে দেন দেব। উল্লেখ্য, হুগলি লোকসভা কেন্দ্রে ল়ডাইতে নেমেছেন দুই অভিনেত্রী। একজন এলাকার বিদায়ী সাংসদ তথা আর দ্বিতীয়বারের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, অপরজন হুগলির তৃণণূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *