Durgapur NIT : ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু, পড়ুয়াদের বিক্ষোভ! উত্তাল দুর্গাপুর এনআইটি – durgapur nit college student unnatural death creates chaos at campus


Durgapur NIT পড়ুয়ার রহস্যজনক মৃত্যু। মৃত্য পড়ুয়ার নাম অর্পণ ঘোষ (২২)। হস্টেল থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। এদিনই তাঁর একটি পরীক্ষা বাতিল করা হয়েছিল বলে কলেজ সূত্রে খবর। পরীক্ষা বাতিলের কারণেই কি অবসাদ না ছাত্র মৃত্যুর পেছনে আছে অন্য কোনও কারণ? তদন্ত শুরু করেছে পুলিশ।দুর্গাপুরের এনআইটি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য। মৃত্যুর জন্য কলেজ কর্তৃপক্ষকেই দায়ী করছেন ওই পড়ুয়ার সহপাঠীরা। অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে যাওয়ায় বাতিল করা হয় এনআইটি পড়ুয়ার পরীক্ষা।হোস্টেলে ফিরে আত্মঘাতী পড়ুয়া। এমনই অভিযোগ সহপাঠীদের। দুর্গাপুর ন্যশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজির (এনআইটি) এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয় রবিবার বিকেলে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। ব্যান্ডেলের বাসিন্দা অর্পণ ঘোষ (২২) নামে ওই ছাত্র ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ুয়া ছিলেন।

অর্পণের সহপাঠীদের থেকে জানা গিয়েছে, এদিন সকালে পরীক্ষা ছিল অর্পণের। ভুলবশত অ্যাডমিট কার্ড না নিয়েই পরীক্ষা দিতে যায় সে।তাই তার পরীক্ষা বাতিল করে কর্তৃপক্ষ। এরপর সে হস্টেলে ফিরে আসে। সেই সময় হস্টেলে কেউ ছিল না। কিছু সময় পর অর্পণের সহপাঠীরা যখন হস্টেলে ফেরে তখন তার ঝুলন্ত দেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। খবর যায় থানাতেও। দুর্গাপুর থানার পুলিশ যায় কলেজে। অর্পণকে ফাঁস মুক্ত করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৎক্ষণাৎ। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে জানান।

কুয়ো খুঁড়তেই কয়লার ভাণ্ডার! চাঞ্চল্য আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে
এদিকে ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পরে কলেজ ক্যাম্পাসে। ছাত্ররা ক্ষোভে ফেটে পড়েন। তারা ডিরেক্টরের পদত্যাগের দাবি জানাতে থাকেন। তাঁদের অভিযোগ, পড়াশুনার পাশাপাশি চাকরি নিয়ে অত্যধিক মানসিক চাপ তৈরি হচ্ছে তাদের মধ্যে। কলেজে নেই মেডিকেলের কোনও সুবিধা। এছাড়া এই ছাত্রের উপর মানসিক চাপ ছিল। পরীক্ষা বাতিল হওয়ার কারণেই তাঁর মানসিক চাপ তৈরি হয় বলে মনে করছেন সহপাঠীরা। সেই কারণেই তিনি আত্মহননের পথ বেঁচে নিতে পারেন বলে খবর। জোশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ পুলিশের তরফে জানানো হয়নি। তবে প্রাথমিকভাবে, এটাকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *