মুম্বই বিমান বন্দরে আমাদের লেন্সবন্দি তিন বলি সুন্দরী। প্রথমে আসা যাক করিশ্মার কথায়। একেবারে কুল অ্যান্ড ক্যাজুয়াল লুকে এদিন দেখা গিয়েছে করিশ্মাকে। সাদা শার্টের সঙ্গে ব্লু ডেনিমে নজর কাড়লেন করিশ্মা। আর তাঁর শার্ট জুড়ে ছোট ছোট হার্ট। মাথায় একটা পনিটেল চোখে সানগ্লাস। গরমে একবারে হালকা সাজে দেখা গেল করিশ্মাকে। এবার আসাযাক সানিয়া মলহোত্রার কথায়। ফ্রন্ট ওপেন হোয়াইটের উপর ব্লু স্ট্রাইপ শার্টে দেখা গেল তাঁকে। খোলা চুল আর চোখে সানগ্লাস। কুল অ্যান্ড ক্যাজুয়াল লুকে আমাদের লেন্সবন্দি সানিয়া। মুম্বই বিমানবন্দরে এদিন দেখা গিয়েছে নুসরত ভারুচাকেও। তাঁর পরনেও সেই সাদা পোশাকই। সাদা হট প্যান্টের সঙ্গে সাদা শার্ট এমনকী সানগ্লাসের ফ্রেমটাও সাদা। হাতের ব্যাগটা অবশ্য হলুদ। গরমে হালকা সাজেই নজর কাড়লেন নুসরতও।