North Dinajpur News,চোলাইয়ের নেশায় বুঁদ হয়ে পরিবারে নিত্য অশান্তি পুরুষদের, প্রতিবাদে ঠেকে ভাঙচুর মহিলাদের – women protest against illicit liquor at north dinajpur chopra


চোলাই মদের দোকান ভাঙচুর মহিলাদের। ভাঙচুরের পাশাপাশি রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান মহিলারা। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মাঝিয়ালী এলাকায়। অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি হত। মহিলাদের অভিযোগ, এই চোলাই মদ পান করে বাড়িতে ফিরে ঝগড়া অশান্তি মারধর করেন এলাকার পুরুষদের একাংশ। পাশাপাশি ওই এলাকায় চোলাই মদ খেয়ে রাস্তা পারাপারের সময় প্রায়শই পথ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। কয়েকদিন আগেও ওই এলাকায় চোলাই খেয়ে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে রবিবার স্থানীয় মহিলারা সম্মিলিত হয়ে চোলাই মদের দোকানগুলিতে ভাঙচুর চালায়, পাশাপাশি রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।বিক্ষোভকারী মহিলাদের দাবি, প্রশাসন দ্রুত এই চোলাই মদের দোকানগুলি না বন্ধ করলে ভবিষ্যতে তাঁরা আরও বড় আন্দোলনে সামিল হবেন। পাশাপাশি ওই ঘর-বাড়িগুলিতে আগুন লাগিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা। এদিকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ ও স্থানীয় চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী। পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় আন্দোলনকারী মহিলারা।

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন জেলায় চোলাইয়ের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন মহিলারা। আবার আবগারি দফতরের পক্ষ থেকেও চোলাইয়ের বিরুদ্ধে অভিযান চালান হয়। গত বছর উলুবেড়িয়া থানা এলাকার মদাই গ্রামে চোলাই তৈরির ঠেকে অভিযান চালায় পুলিশ। উলুবেড়িয়া আবগারি দফতর ও উলুবেড়িয়া থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোলাই নষ্ট করার পাশাপাশি প্রচুর পরিমাণে চোলাই তৈরির উপকরণও বাজেয়াপ্ত করে। ভেঙে দেওয়া হয় বেশ কয়েকটি চোলাইয়ের ঠেক। আবগারি দফতর সূত্রে জানা যায়, ওই দিনের অভিযানে প্রায় ৯০০ কিলোগ্রাম গুড় ও ১২০০ কিলোগ্রাম চিটে গুড় বাজেয়াপ্ত করা হয়। নষ্ট করা হয় প্রায় ৯০০০ হাজার লিটার চোলাই।

চলতি মাসেও হাওড়া জেলায় বাজেয়াপ্ত হয় প্রচুর পরিমাণ চোলাই। আবগারি দফতরের নজর এড়াতে নদীতে চোলাই মদ লুকিয়ে রাখা হয়েছি। কিন্তু তারপরেও শেষ রক্ষা হল না। নদীতে ডুবুরি নামিয়ে প্রায় ১০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করেন আবগারি দফতরের কর্তারা। উদ্ধার হওয়া চোলাই মদের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে আবগারি দফতর সূত্রে জানা যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *