Suvendu Adhikari : ‘যোগ্যরা তাঁদের চাকরি ফিরে পাবেন’, সুপ্রিম রায়ের আগে আশাপ্রকাশ শুভেন্দুর – suvendu adhikari supports ssc 2016 cancel panel eligible candidates


রাত পোহালেই রাজ্যের প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থীদের ভাগ্য নির্ধারণ। সুপ্রিম কোর্টে এসএসসি ২০১৬ প্যানেল বাতিল মামলার শুনানি। কী নির্দেশ দেবে দেশের সর্বোচ্চ আদালত? সেদিকেই তাকিয়ে অপেক্ষায় চাকরিপ্রার্থীরা। তবে, আগের রাতেই যোগ্য প্রার্থীদের হয়ে সওয়াল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।রবিবার সন্ধ্যায় কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভাই সৌমেন্দু অধিকারীর সমর্থনে প্রচারে এসে রাজ্যের বিরোধী দলনেতা নিজের আশার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন। তিনি বলেন, ‘বিষয়টি সুপ্রিম কোর্ট বিচারপতির অধীনে রয়েছে। তিনি মামলাটি শুনবেন বা তিনি সিদ্ধান্ত নেবেন। আমার দুটি আশা।’

শুভেন্দু জানান, একটি হল অতিরিক্ত শূন্য পদ যারা তৈরি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকার, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে উচ্চ আদালত। এটা আমি আবেদন করব এবং আশা করব সেটা যেন হয়। আর দ্বিতীয়ত, আমার যেটুকু জানা ৫৪০০ অবৈধ। বাকি বৈধ। বৈধ অবৈধ আলাদা করেনি স্কুল সার্ভিস কমিশন। সেই জন্য বৈধরাও আজকে ‘বলির পাঁঠা’ হয়েছে। যেহেতু চোরেদের বাঁচাতে হবে তাই নানা কাণ্ড করে চলেছে। বিরোধী দলনেতা জানান, আমার আশা যোগ্যরা তাঁদের চাকরি ফিরে পাবে এবং অযোগ্যরা জেলে যাবে এবং কাদের টাকা দিয়ে অবৈধভাবে ঢুকেছিলো তা জানাবে।

Mamata Banerjee SSC Recruitment Scam : ‘চাকরি খেকো মানুষ!’ কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

গত সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করে দেওয়া হয়। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের পুরো প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই রায়ের পরেই গোটা রাজ্য জুড়ে আলোচনা শুরু হয় এসএসসি প্যানেল বাতিল নিয়ে। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীরা।

‘…পিএসসি, মিউনিসিপ্যালিটি, ফায়ার ব্রিগেড বাকি হ্যায়!’ শুভেন্দুর মন্তব্যে শোরগোল
যদিও, এই রায়ের বিরোধিতা করা হয়েছে রাজ্যের তরফে। এমনকি, এই রায়ের বিরুদ্ধে বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব। রায় বের হওয়ার আগের সপ্তাহেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, রাজ্যে একটি ‘বোমা ফাটার’ ঘটনা ঘটবে। যদিও, সেটি এসএসসির রায়ের বিষয়ে কিনা সেটা স্পষ্ট করেননি। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে নিয়েও সমালোচনা করা হয়েছে তৃণমূলের তরফে। পাশাপাশি, এসএসসির যোগ্য প্রার্থীদের পাশে রাজ্য সরকার থাকবে এটাও স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এখন, রায় কী হয়, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *