Suvendu Adhikari,’…পিএসসি, মিউনিসিপ্যালিটি, ফায়ার ব্রিগেড বাকি হ্যায়!’ শুভেন্দুর মন্তব্যে শোরগোল – suvendu adhikari attacks on mamata banerjee about ssc scam verdict


এসএসসি দুর্নীতির জেরে চাকরিহারা হয়েছেন অনেকে। এবার আরও বেশ কয়েকটি দুর্নীতি প্রমাণ হবে বলে দাবি শুভেন্দু অধিকারীর। ফলে স্বাভাবিকভাবেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাহলে কি আরও অনেকে চাকরিহারা হবেন? রবিবার নন্দকুমারের জনসভা থেকে নাম না করে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। এদিন তিনি বলেন, ‘এসএসসি তো পহেলা ঝাঁকি হ্যায়, অভি তো পিএসসি, মিউনিসিপ্যালিটি, ফায়ার ব্রিগেড বাকি হ্যায়।’ পঞ্চায়েত ভোটে শাসক দলের হয়ে অনেক ভিডিও ভোট লুঠ করেছিলেন বলে বিজেপির অভিযোগ। শুভেন্দু বলেন, ‘নম্বর ট্যাম্পারিং করে অনেক চিটিংবাজ বিডিও হয়েছেন।’মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে শুভেন্দু বলেন, ‘অনেকগুলো মিটিং করেছেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আমাকে উনি নাকি তৈরি করেছেন। আমাকে কেউ তৈরি করলে তিনি সুশীল ধাড়া, কুমুদিনী ডাকুয়া। আমার অভিভাবিকা আভা মাইতি।’ শুভেন্দু আরও বলেন, ‘১৯৯৫ সালে কাউন্সিলর হই। তার আগে ১৯৮৮ সালে কলেজে ইউনিয়নের জিএস। কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন। তিন বছর আগের কথা। ৬৫ হাজার মুসলিম ভোট ছিল। ভেবেছিলেন তা পেলে শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেওয়া যাবে। হেরে বাড়ি গিয়েছেন। যতদিন বেঁচে থাকবেন, কানের কাছে বাজবে হেরেছি, হেরেছি, হেরেছি।’

মুখ্যমন্ত্রীকে বিঁধে শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘আদালত যোগ্য ও অযোগ্যদের তালিকা চেয়েছিল। ৫৪০০ অযোগ্যের জন্য ২০ হাজারকে বলি দিয়েছে। যোগ্যদের নিয়ে চিন্তা নেই। অযোগ্যদের বাঁচাতে ১৮ – ২০ লাখ টাকা করে তুলেছে। বিচারপতি দেবাংশু বসাক জানতে চেয়েছেন, অতিরিক্ত শূন্য পদ কারা তৈরি করেছিল? তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। ওই সিদ্ধান্ত হয়েছিল ২০২২ সালের ক্যাবিনেটে।’

কী বলছে তৃণমূল?

এদিকে এই বিষয়ে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, ‘বাংলা বিরোধী ভারতীয় জনতা পার্টি চায় না যে বাংলার মানুষের হাতে কাজ থাক, বাংলার মানুষের পেটে ভাত থাক, বাংলার মানুষের মাথায় ছাদ থাক, তাই তারা সবসময় চক্রান্ত এবং ষড়যন্ত্র করে, কীভাবে বাংলার মানুষকে বঞ্চিত করা যায়। এই কথাটা তারই প্রমাণ।’

উল্লেখ্য, এসএসসি মামলার রায় ঘোষণার পর থেকে সেটির বিরোধিতা করে আসছে তৃণমূল। রায় ‘বেআইনি’ বলে আক্রমণ করেছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কলকাতা হাইকোর্টের একাংশকে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *