অভিষেক বন্দ্যোপাধ্যায়,‘BJP-র সর্ব ভারতীয় কোনও নেতা এসে দাঁড়াক’, নিজের কেন্দ্রে চ্যালেঞ্জ অভিষেকের – abhishek banerjee asked bjp to nominate national leader against him at diamond harbour lok sabha


নির্বাচন ঘোষণার পর প্রায় দেড় মাস বাদে ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ঢক্কানিনাদের পর ডায়মন্ড হারবারের প্রার্থী নিয়ে গেরুয়া শিবিরের একাংশের মধ্যে গুঞ্জন শুরু হয়েছিল। এই কেন্দ্রে এবার বিজেপির কোনও সর্ব ভারতীয় নেতা এসে লড়ুক – আহ্বান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস। ‘এর থেকে ভালো প্রার্থী পাওয়া যেত’ বলে নিজের প্রতিদ্বন্দীকে কটাক্ষ অভিষেকের।শনিবার নিজের লোকসভা কেন্দ্রে প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মণ্ড হারবারের সাতগাছিয়ার বজবজ ২ ব্লকের মুচিশা হাই স্কুল ফুটবল মাঠের জনসভায় উপস্থিত ছিলেন তিনি। সেখানেই বিজেপি প্রতিদ্বন্দীর প্রতি কটাক্ষ উড়ে আসে তাঁর বক্তৃতা থেকে। অভিষেক বলেন, ‘আমি বলছি, এখনও সময় আছে, বিজেপির যে কোনও সর্ব ভারতীয় নেতা আস্তে চায়, আমি স্বাগত জানাচ্ছি। আসুক, নমিনেশনের পর্ব এখনও শুরুই হয়নি।’

তবে, শুধু বিজেপি নয়, সিপিএমের প্রার্থী নিয়েও খোঁচা দেন ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ। অভিষেক বলেন, ‘তৃণমূলের বিরুদ্ধে যদিও ষড়যন্ত্র-চক্রান্ত না করে, সিপিএম আর বিজেপি যদি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে প্রার্থী খুঁজতো, এর থেকে ভালো প্রার্থী পেত। আমি বিরোধী প্রার্থীদের সম্মান জানিয়েই বলছি।’

‘পাপ বাপকেও ছাড়ে না’ দেবাশীষ ধরকে কটাক্ষ অভিষেকের

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে গত দুইবার জিতে এসেছেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য লড়তে যাচ্ছেন তিনি। তবে তার আগে এই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে দাঁড়ানো এবং তাঁকে হারানোর ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছিলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি এই কেন্দ্র থেকে লড়ছেন এরকম জল্পনা ছড়িয়ে পড়ে। এমনকি, তাঁদের পূর্ববর্তী জোটসঙ্গী সিপিমের সঙ্গে এই নিয়ে বিস্তর আলোচনাও হয়। তবে শেষমেশ এই কেন্দ্র থেকে নওশাদের না দাঁড়ানোর সিদ্ধান্ত জানায় আইএসএফ।

BJP West Bengal : ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নিয়ে অসন্তোষ, রাজ্য সভাপতিকে চিঠি জেলা নেতৃত্বের
অন্যদিকে, তৃণমূলের অন্যতম শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির তরফেও কোনও হেভিওয়েট প্রার্থী দেওয়া হবে, এমনটাই আশা করছিল রাজনৈতিক মহল। এই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা দীর্ঘদিন ধরে আটকে ছিল। শেষমেষ এই কেন্দ্র থেকে এর আগেও দুইবার এই কেন্দ্র থেকে ভোটে লড়াই করা অভিজিৎ দাস। প্রসঙ্গত, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ে হারতে হয়েছিল বিজেপি প্রার্থীকে। এবারেও তাঁকে দাঁড় করানো হয়েছে বিজেপির তরফে। অন্যঅদিকে, সিপিএমের তরফে জনপ্রিয় ছাত্রনেতা প্রতীক উর রহমানকে দাঁড় করানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *