এক্সক্লুভ সাক্ষাৎকারে টলিউড অভিনেতা চিরঞ্জিত চ্যাটার্জি। প্রযোজক পথিকৃত বসুকে নিয়ে মন্তব্য় করলেন তিনি। তিনি জানলেন ভালো সিনেমা করতে গেলে ভালো সুপারস্টার দরকার। আমাদের সময়ে নতুন নতুন হাউস তৌরি হয়েছে। আর এখন তা বন্ধের সময়। সে সময়ে আমরা কোটি কোটি টাকা হাউসকে এনে দিয়েছি। সে সময়ে হাউসের সংখ্য় ছিল ৭৫০। আর এখন তা এসে দাড়িয়েছে মাত্র ৪০ এ। এখন নানা ধরনের ছবি হচ্ছে। এখনকার ছবি তে কোনও সুপারস্টার নেই। সেই কারণে সিনেমা চলছে না। একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে। বিনোদন, দেশ, বিদেশ, রাজ্য রাজনীতি নিয়ে সমস্ত প্রকার খবরে আপডেটেড থাকতে আপনাদের চোখ রাখতে হবে এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.