এই বিষয়ে দিঘা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ পাত্র জানান, ‘দিঘায় আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আমরা হোটেলে আধার কার্ড সনাক্ত করার জন্য অ্যাপ ব্যবহার করছি। সেই অ্যাপের মাধ্যমে অপরাধিদের ধরতে সুবিধা হবে। ইতিমধ্যে প্রায় একশটির মতো হোটেল চিহ্নিত করা হয়েছে, যেগুলিতে অ্যাপ ব্যবহার করা হবে। পরবর্তী সময়ে সমস্ত হোটেলেই তা ব্যবহার করা হবে।’ অন্যদিকে দিঘা হোটেল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় বলেন, ‘এই ধরনের পরিষেবা চালু হলে আমাদের ছোট বড় সমস্ত হোটেল ব্যবসায়ীদের সুবিধা হবে। পুলিশের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’
পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সম্প্রতি একের পর এখ গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে দিঘার পুলিশ প্রশাসন। সম্প্রতি দিঘা এবং পার্শ্ববর্তী অঞ্চলে ঘটে যাওয়া কিছু ঘটনা বারেবারে বিড়াম্বনায় ফেলেছে পুলিশ প্রশাসনকে। সম্প্রতি তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের বিশেষ এক নির্দেশিকা নিয়ে আসে। দিঘা শহরে মাইকিং করে তা স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটক এবং ব্যবসায়ীদের জানিয়েও দেওয়া হয়। নতুন সেই নির্দেশিকা অনুযায়ী ব্যবসায়ীদের রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে দোকানপাট বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। সেই সঙ্গে পর্যটকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন গভীর রাতে সমুদ্র সৈকতে বা আশেপাশে কেউ ঘোরাফেরা না করেন। রাতে পর্যটকদের হোটেলে নিরাপদে থাকার কথাই বলা হয়েছে। আর এবার নিরাপত্তার স্বার্থে আরও একধাপ এগোল পুলিশ।