Heat Wave West Bengal,মঙ্গলে শতবর্ষে রেকর্ড গরম বাংলায়? ভাইরাল পোস্ট নিয়ে মুখ খুলল আবহাওয়া দফতর – social media post which claim that tuesday is going to be the hottest among 100 years is fake


তুহিনা মণ্ডল| এই সময় ডিজিটালগরমে রীতিমতো হাঁসফাঁস করছে শহরবাসী। কবে হবে বৃষ্টি? সেই দিকে তাকিয়ে তাঁরা। এরই মধ্যে ‘৩০শে এপ্রিল ২০২৪ মঙ্গলবার বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে তীব্রতর দাবদাহের সাক্ষী হতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গ’, এমনই দাবিতে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্য়াপক ভাইরাল হয়েছে। স্বাভাবিকভাবেই পোস্টটি দেখে আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু, আতঙ্কিত হওয়ার কোনও বিষয় এক্ষেত্রে নেই। আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানাচ্ছে, এই ধরনের কোনও সতর্কবার্তা তাঁদের তরফে দেওয়া হয়নি। অর্থাৎ পোস্টটি ভুয়ো।

ঠিক কী লেখা হয়েছে ওই পোস্টে?

ভাইরাল ওই পোস্টটিতে লেখা, ‘৩০শে এপ্রিল ২০২৪ মঙ্গলবার বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে তীব্রতর দাবদাহের সাক্ষী হতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গ। পশ্চিমবঙ্গের দাবদাহের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও সবচেয়ে বিপজ্জনক তাপপ্রবাহ দ্বারা আক্রান্ত হতে চলেছে দক্ষিণবঙ্গ। ভয়াবহ লাল তাপপ্রবাহ বলয় চক্কর সবচেয়ে বিপজ্জনক মাত্রায় পৌঁছাতে চলেছে মঙ্গলবার।’

এখানেই শেষ নয়, ওই পোস্টটিতে আরও দাবি করা হচ্ছে, ‘মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত আগুনের হল্কা ভয়াবহ বিপজ্জনক বাতাস লু প্রবল বেগে প্রবাহিত হবে। মঙ্গলবার সবচেয়ে বেশি তাপপ্রবাহের দ্বারা মৃত্যুর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তাই বিশেষ সতর্কতা অবলম্বন করুন। ৩০ মিনিট থেকে ১ ঘন্টা টানা রোদের নীচে থাকলে সানস্ট্রোকের সম্ভাবনা ও সংজ্ঞাহীন হয়ে যাবার সম্ভাবনা ১০০ শতাংশ। বেশিক্ষণ রোদের নীচে থাকলে নাক মুখ দিয়ে রক্তপাতের সম্ভাবনা ও মাথা ঘুরিয়ে ফেলে দেবার সম্ভাবনা রয়েছে।’ (বানান অপরিবর্তিত)

ঠিক কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?

স্বাভাবিকভাবেই এই পোস্টের প্রেক্ষিতে আতঙ্কে সাধারণ মানুষ। যদিও বিষয়টি নিয়ে এই সময় ডিজিটাল-এর তরফে আলিপুর আবহাওয়া দফতরে যোগাযোগ করা হয়। কিন্তু, হাওয়া অফিসের তরফে স্পষ্ট জানানো হয়, এই ধরনের কোনও মন্তব্য তাঁদের তরফে করা হয়নি।

পাশাপাশি আলিপুর জানাচ্ছে, তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে মঙ্গলবারও। কিন্তু, এই ধরনের কোনও পূর্বাভাস তাঁদের তরফে দেওয়া হয়নি। অর্থাৎ ১০০ বছরের মধ্যে তীব্র দাবদাহের সাক্ষী সংক্রান্ত কোনও মন্তব্য তারা করেনি।

তবে মঙ্গলবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আগামী সপ্তাহে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও কবে বৃষ্টি হবে এবং কতদিন হবে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় বলেই জানা যাচ্ছে। মোদ্দা কথা ভাইরাল এই পোস্টটির মধ্যে কোনও সত্যতা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *