Kolkata Airport,‘বোমা রাখা আছে’, কলকাতা বিমানবন্দরে ফের হুমকি মেল! তল্লাশি CISF-এর – kolkata airport cisf and police search operation for bomb threat mail


‘কলকাতা বিমানবন্দরে বোমা রাখা আছে’ – ফের কলকাতা বিমানবন্দরের ম্যানেজারকে হুমকি মেল। তদন্ত শুরু করেছে পুলিশ। সিআইএসএফ, বম্ব স্কোয়াড, স্নিফার ডগ নিয়ে শুরু হয়েছে তল্লাশি।সোমবার বিমানবন্দর ম্যানেজারকে কলকাতা বিমানবন্দরে রাখা আছে বলে একটি হুমকি মেল পাঠানো হয়। মেল পাওয়ার পর থেকেই স্নিপার ডগ নিয়ে বিমানবন্দরের ভিতরে বিভিন্ন জায়গায় চলছে চিরুনি তল্লাশি। এনএসসিবিআই বিমানবন্দর থানাকেও গোটা বিষয়টি লিখিত আকারে জানানো হয়েছে। পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এই ধরনের মেল কোথা থেকে আসল বা কারা আছে এর নেপথ্যে।

উল্লেখ্য, একই ধরনের মেল এসেছিল গত ২৬ তারিখ। যে মেলকে কেন্দ্র করে ছড়িয়েছিল আতঙ্ক। যদিও সেদিন বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পরও মেলেনি কোনও কিছুই। তবে বারবার এই ধরনের মেল কারা এবং কেন পাঠাচ্ছে তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে এনএসসিবিআই বিমানবন্দর থানার পুলিশ।

কলকাতা থেকে দিল্লি, বিমানযাত্রীদের চরম দুর্ভোগ

জানা গিয়েছে, শুধুমাত্র কলকাতা বিমানবন্দরেই নয়, এমন ইমেল দেশের আরও একাধিক বিমানবন্দরে গিয়েছে। বারবার একই ধরণের হুমকি মেল আসায় বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে তল্লাশির উপর জোর দেওয়া হচ্ছে। বিমান চলাচল যাতে ব্যাহত না হয় সেই বিষয়টিও খেয়াল রাখা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল এই একই ধরণের একই মেইল আসে কলকাতা বিমানবন্দরে। বোমা রাখা আছে বলে সেদিনও হুমকি দেওয়া হয়েছিল। যদিও, তল্লাশির পর কিহু পাওয়া যায়নি। এরপর আজ, সকল নয়টায় একই কায়দায় ফের একটি হুমকি মেল আসে। কলকাতা বিমানবন্দর সহ রাজ্যের আরও বেশ কিছু বিমান বন্দরে এই মেল এসেছে বলে খবর পাওয়া যায়। মেলগুলি নির্দিষ্টি কোন মেল থেকে পাঠানো হচ্ছে, এর সঙ্গে নাশকতামূলক কোনও সংগঠনের যোগাযোগ আছে কিনা সে ব্যাপারে খতিয়ে দেখসি পুলিশ।

World Largest Airport: বিশ্বের সর্ববৃহৎ বিমাবন্দর তৈরির পথে দুবাই! ৫ সমান্তরাল রানওয়ে সহ ৪০০ গেট, আর কী কী বৈশিষ্ট্য?
প্রসঙ্গত,গত বছর জুন মাসে কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। কাতারগামী একটি বিমানে বোমাতঙ্ক ছড়ায়। এক যাত্রী বোমা আছে বলে চিৎকার শুরু করে দেন। সঙ্গে সঙ্গে সেই বিমানে তল্লাশি শুরু করে দেওয়া হয়। বিমান টেক অফের আগেই এই ঘটনা ঘটে CISF গিয়ে তল্লাশি করলেও কোনও বোমা পাওয়া যায়নি। পরে ওই যুবকের পরিবারের লোক জানায়, যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন। যদিও, এবার এই হুমকি মেলের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *