Saumitra Kha: সৌমিত্র খাঁর মিছিলে কালো পতাকা, পাল্টা তৃণমূল কার্যালয়ে হামলার অভিযোগ


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌমিত্র খাঁর মিছিল লক্ষ করে কালো পতাকা প্রদর্শন ও গো ব্যক স্লোগান তৃণমূল কর্মীদের। বিজেপির মিছিল থেকে তৃণমূল কার্যালয়ে হামলা, ভাঙচুরের অভিযোগ।

বাঁকুড়ার পাত্রসায়রের পর এবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখানো ও গো ব্যক স্লোগান তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। অভিযোগ তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখিয়ে গো ব্যক স্লোগান তুলতেই বিজেপির মিছিল থেকে হামলা চালানো হয় তৃণমূলের গঙ্গাজলঘাটি অঞ্চল কার্যালয়ে। তৃণমূলের ওই কার্যালয়ে ব্যপক ভাংচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে নির্বাচনী প্রচার মিছিলের ডাক দেয় বিজেপি। সেই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমিত্র খাঁ।

আরও পড়ুন: Dilip Ghosh: ‘চোর, ডাকাত, গুণ্ডা, বদমাস় তাড়াবার দায়িত্ব আমি নিয়েছি’, বর্ধমানে বিস্ফোরক দিলীপ

মিছিল গঙ্গাজলঘাটির তৃণমূল অঞ্চল কার্যালয়ের সামনা সামনি আসতেই বেশ কিছু তৃণমূল কর্মী সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখাতে থাকেন। ‘সৌমিত্র খাঁ গো ব্যক’ স্লোগানও দিতে থাকেন তাঁরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজেপি-র মিছিল থেকে উত্তেজিত বিজেপি কর্মীরা তৃণমূলের ওই কার্যালয়ে চড়াও হয়ে ব্যপক ভাংচুর চালায় বলে অভিযোগ। ছিঁড়ে ফেলা হয় তৃণমূলের একাধিক ফ্ল্যগ ফেস্টুন। ভাঙচুর করা হয় ওই দলীয় কার্যালয়ে থাকা মুখ্যমন্ত্রী সহ একাধিক তৃণমূল নেতার ছবি ও আসবাব। বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ।

আরও পড়ুন: Bengal News LIVE Update: বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, উত্তপ্ত দুর্গাপুর

পরে গঙ্গাজলঘাটি থানার পুলিস বিজেপি কর্মীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পরে তৃণমূলের দাবী সৌমিত্র খাঁ সাংসদ হিসাবে এলাকায় কোনও কাজ করেননি। বিশ্বমানের স্টেডিয়াম তৈরীর প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেননি। তাই মানুষ তাঁকে কালো পতাকা দেখিয়ে গো ব্যক স্লোগান দিয়েছে।

গোটা ঘটনায় সৌমিত্র খাঁকে কাঠগোড়ায় তুলেছে তৃণমূল।  পাল্টা সৌমিত্র খাঁর দাবী পুলিসের সঙ্গে যোগসাজস করে তৃণমূল বিজেপির মিছিলে ব্যঘাত ঘটানোর চেষ্টা করেছিল। তৃণমূলের ভাগ্য ভালো যে বিজেপির ছেলেরা মেরে তাদের হাত পা ভেঙে দেয়নি।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *