Babil Khan Airport Look,বার বার মনে দাগ কেটে যান ইরফানপুত্র বাবিল খান – irrfan khan son babil khan spotted at mumbai airport interacting with people watch the viral video


স্টার কিড সম্পর্কে সাধারণ মানুষের ধারণাটাই বদলে দিয়েছেন বাবিল খান। আসলে ইরফানপুত্র বলে কথা। যে ইরফান খান বরাবরই প্রচলিত ধ্যান ধারণাকে বার বার চ্যালেঞ্জ করেছেন, যে ইরফান খান মাটিতে পা রেখে চলতে শিখিয়েছেন সন্তানদের। বাবিলের প্রথম ছবি দেখে যেতে পারেননি ইরফান। কিন্তু তিনি আজ বেঁচে থাকলে নিশ্চয়ই ছেলেকে নিয়ে গর্বিত হতেন। আসলে যে কোনও পরিস্থিতিতেই মানুষকে যোগ্য সম্মান দিতে জানেন সদা হাস্যময় বাবিল খান। এদিন তাঁর সঙ্গে গার্লফ্রেন্ডও ছিলেন, তবে তিনি বেশ লাজুক সামনে আসতেই চাইলেন না! তবে বাবিল সব সময়ই স্বতঃস্ফূর্ত! এয়ারপোর্টের এই ভিডিয়ো রইল আপনাদের জন্য। দেশ থেকে বিদেশের নানা খবরে আপডেটেড থাকতে অপনদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Entertainment Video.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *