Dipsita Dhar : ‘ভোটের পর হাত দেখতে হবে’, কল্যাণকে আক্রমণ ‘আত্মবিশ্বাসী’ দীপ্সিতার – dipsita dhar cpim candidate attacks kalyan banerjee ahead lok sabha election


‘ভোটের পর হাত দেখার কাজ করতে হবে।’ শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের। নিজের মার্জিন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন তৃণমূল প্রার্থী। মনোনয়ন জমা দিয়ে তৃণমূল প্রার্থীর সেই বার্তাকেই চ্যালেঞ্জ দীপ্সিতার।মনোনয়নপত্র জমা দিয়ে বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ শ্রীরামপুর লোকসভার বাম প্রার্থী দীপ্সিতা ধরের। ভোট হেরে হাত দেখার কাজ করতে হবে বলে মন্তব্য তাঁর। মঙ্গলবার হুগলির চুঁচুড়ার অতিরিক্ত জেলা শাসক(ভূমি ও ভূমি রাজস্ব) কুহুক ভূষনের কাছে মনোনয়ন জমা দেন শ্রীরামপুরের সিপিআই(এম) লোকসভা প্রার্থী দীপ্সিতা ধর তার পরেই এই মন্তব্য।

মঙ্গলবার হুগলি জেলার তিন কেন্দ্রের বাম প্রার্থী দীপ্সিতা ধর, মনোদীপ দাস ও বিপ্লব মৈত্র তিনজনে এক সঙ্গে আসেন মনোনয়ন জমা দিতে। চুঁচুড়া অখন্ড বাজারে এলাকা থেকে পদযাত্রা করে তাঁরা আসেন মনোনয়ন জমা দিতে। নমিনেশন ফর্ম জমা দেওয়ার পর বেরিয়ে শ্রীরামপুরের বিদায়ী সাংসদের উদ্দেশে কড়া প্রতিক্রিয়া দেন।

এই বিষয়ে দীপ্সিতা ধর জানান, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোটের মার্জিন বাড়ানোর চাপে তার নিজের বিধায়ককেই গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন। যদি জেতার চাপ পড়ে তাহলে তিনি নিজে কোথায় নেমে যাবেন সেটাই এখন দেখার বিষয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি দেড় লাখ ভোটে জিতবেন এই প্রসঙ্গে দীপ্সিতা জানান, তার হাত দেখার ক্ষমতা আছে। হয়তো জ্যোতিষ শাস্ত্র জানেন।

সেই কারণেই তিনি বলছেন, ভোটের আগেই ভোটের মার্জিন কত হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। মানুষকে ঠিক করে ভোট দিতে দিলে সমস্ত হিসাব অনায়াসে উল্টে যেতে পারে। আর তখন ভোটে হেরে হাত দেখার কাজই করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর পালটা তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দীপ্সিতা প্রথম থেকে নোংরা নোংরা কথা বলছে। ও মনে করে ইউনিভার্সিটিতে যেমন নোংরামি করে সেটা মনে করছে। ব্যাক্তিগত ভাবে আক্রমণ করছে। দীপ্সিতা অতন্ত্য নোংরা মানসিকতার মেয়ে।’ বলে পালটা আক্রমণ কল্যাণের।

CPIM West Bengal : BJP প্রার্থীর অডিয়ো ক্লিপ নিয়ে বিতর্ক, বাম-রাম তরজায় সরগরম শ্রীরামপুর
হুগলি জেলার শ্রীরামপুর কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। এই কেন্দ্রের গত তিনবারের বিজয়ী প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, তাঁর বিপরীতে বিজেপি তাঁর প্রাক্তন জামাই কবীর শঙ্কর বসুকে দাঁড় করিয়েছে। অন্যদিকে, সিপিএমের মনোনীত প্রার্থী তরুণ মুখ দীপ্সিতা ধর। গতবার এক লাখেরও বেশি ব্যবধানে জিতেছিলেন তৃণমূল প্রার্থী। তবে এবার লড়াইটা ত্রিমুখী হবে বলেই ধারণা রাজনৈতিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *