জল বিভাগ সূত্রে জানা গিয়েছে, গরমে জল ব্যবহারের পরিমাণ বেড়ে গিয়েছে অন্তত তিন গুণ। ফলে জলের ব্যাপক চাহিদা তৈরি হচ্ছে। চাহিদা আর ভারসাম্য বজায় রাখতে কালঘাম ছুটে যাচ্ছে ইঞ্জিনিয়ারদের। এই সঙ্কটের অন্যতম কারণ জলের অপচয়। পাশাপাশি তীব্র গরমের জন্য নদীতেও কমছে জলস্তর।
পুরসভার জল বিভাগের ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, বাড়িতে জলের ওভারহেড ট্যাঙ্ক থেকে ওভার-ফ্লো, বাড়ির নীচের রিজ়ার্ভার থেকে জল উপচে পড়া, বাথরুমে কলের মুখ ঠিক করে না-আটকানোয় বিন্দু বিন্দু জল পড়ে যাওয়া, রাস্তার পাশে স্ট্রিট কল থেকে অনবরত জল পড়ে যাওয়ার কারণে শহরের জন্য উৎপাদিত মোট জলের প্রায় ২০ শতাংশ অপচয় হয়ে থাকে।
গরমে শহরের একজন বাসিন্দা দিনে একবার স্নানের জায়গায় একাধিকবার স্নান করে থাকেন। এই অতিরিক্ত জলের ব্যবহারেও উৎপাদিত জলের বড় পরিমাণ জল খরচ হয়ে যাচ্ছে। কলকাতা পুরসভার জল বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘শহরের বাসিন্দারা যদি বাড়ির ওভারহেড ট্যাঙ্ক, রিজ়ার্ভার এবং বাড়ির কল খোলা এবং বন্ধের বিষয়ে একটু সতর্ক হন, তা হলেই আমরা যে পরিমাণ জল অপচয় হয়, তার অনেকটা বাঁচাতে পারি। আর সাবধান না হলে আগামী দিনে বড় জলসঙ্কটের মুখে পড়বে কলকাতা।’