Threat Mail In Kolkata : রাজভবন-জাদুঘর সহ একাধিক সরকারি দফতরে মেল, নাশকতার হুমকি! তদন্তে লালবাজার – kolkata police investigating for a threat mail of blast at raj bhawan indian museum


রাজভবন, কলকাতা জাদুঘর সহ একাধিক জায়গায় নাশকতার হুমকি। ‘টেরোরাইজার ১১১’ জঙ্গি সংগঠনের নাম নিয়ে হুমকি মেলটি এসেছে বলে খবর। বিভিন্ন সরকারি দফতর, মিউজিয়াম সহ বিভিন্ন অফিসে ফের একই ধরনের হুমকি মেল পাঠানো হয়েছে, তদন্ত শুরু করেছে লালবাজার।উল্লেখ্য, এর আগেও ৫ জানুয়ারি এই সংগঠনের তরফে একই হুমকি মেল পাঠানো হয়েছিল জাদুঘরে। ৫ই জানুয়ারি কলকাতা পুলিশের ই-মেল আইডিতে একটি মেল আসে। সেখানে কলকাতায় ভারতীয় জাদুঘরকে উড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়। একটি স্বঘোষিত জঙ্গি সংগঠন এই হুমকি সংক্রান্ত ইমেল পাঠিয়েছিল বলে তখন জানিয়েছিল কলকাতা পুলিশ।

এরপর গতকালও কলকাতা বিমানবন্দরকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার একটি হুমকি আসে কলকাতা বিমানবন্দরের ম্যানেজারের কাছে। এর আগেও আরও ২ বার কলকাতা বিমানবন্দরে এইরকম হুমকির মেইল আসে। গোটা ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। হুমকি মেল-এ লেখা হয়, ‘হ্যালো, আমরা টেরোরাইজার ১১১ নামে একটি সন্ত্রাসবাদী দল। আমরা আপনাদের জানাচ্ছি, আমরা আপনার বিল্ডিংয়ের ভিতরে একাধিক বিস্ফোরক ডিভাইস রেখেছি। আমরা নিশ্চিত করব যে অনেক লোক মারা যাবে। এটাই এই হামলার মূল কারণ। বিদায়, আপনি রক্তস্নাত হবেন।’

গোটা রাজ্য জুড়ে চলছে লোকসভা নির্বাচন। আগামী সপ্তাহেই রয়েছে তৃতীয় দফার ভোট। এর মাঝেই এই হুমকি মেল চিন্তা বাড়িয়েছে। বিশেষত, একাধিক সরকারি দফতরে এই একই মেল আসায় বিষয়টি নিয়ে তড়িঘড়ি তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। মেলটি কোন আইডি থেকে পাঠানো হয়েছে, নির্দিষ্ট কোনও সার্ভার, আইপি অ্যাড্রেস থেকে এসেছে কিনা, সে ব্যাপারে তদন্ত করে দেখছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। যে জঙ্গি সংগঠনের নাম নিয়ে এটা পাঠানো হয়েছে, সেই সম্বন্ধেও বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

‘বোমা রাখা আছে’, কলকাতা বিমানবন্দরে ফের হুমকি মেল! তল্লাশি CISF-এর
এরকম একটি হুমকি মেল আসার পর রাজভবনে ও জাদুঘরে চলছে চিরুনি তল্লাশি। স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি অভিযান। যে যে সরকারি দফতরে এই মেল এসেছে সেখানেই তল্লাশি চালানো হচ্ছে। কলকাতা পুলিশের একাধিক টিম বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *