West Bengal Assembly,মে থেকেই বর্ধিত হারে বেতন রাজ্যের বিধায়ক-মন্ত্রীদের, অ্যাকাউন্টে কত ঢুকবে? – salary of west bengal mla and ministers are increasing from may 2024


মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কের বেতন বৃদ্ধির কথা গত বছরের সেপ্টেম্বর মাসেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেইমতো নভেম্বর মাস থেকেই বর্ধিত বেতন সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়ে যায়। অবশেষে চলে এল সেই সময়। জানা যাচ্ছে, কারণ, পয়লা মে সরকারি ছুটি থাকায় বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু করা যাবে না। নতুন বেতন দিতে পদ্ধতিগত কিছু বিষয় রয়েছে, যা শুরু হবে ২ মে থেকে। একদিন বাদ দিয়েই রয়েছে শনি এবং রবিবার। সেক্ষেত্রে আগামী সোমবার ৬ মে থেকে বেতন পেতে শুরু করবেন বিধায়ক।

বেতন বেড়েছে ৪০ হাজার

জানা গিয়েছে, বেতন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার পর, কয়েক দিনের ব্যবধানে বকেয়া বেতন পাঠানো হবে বিধায়কদের অ্যাকাউন্টে। যেহেতু সব বিধায়ক ও মন্ত্রীর বেতন ৪০ হাজার টাকা করে বেড়েছে, তাই এক লপ্তে এক লাখ ৬০ হাজার টাকা বকেয়া বেতন মে মাসেই পেয়ে যাবেন তাঁরা। এক্ষেত্রে জেনে রাখা দরকার, বিধায়কদের বেতন দেবে বিধানসভা কর্তৃপক্ষ। আর মন্ত্রীদের বেতন দেবে রাজ্য সরকার। সরকারি ছুটির কারণে নবান্নও মন্ত্রীদের বর্ধিত বেতন দিতে পারবে আগামী সপ্তাহের প্রথমে।

কত ছিল-কত হচ্ছে?

উল্লেখ্য বিগত মার্চ মাস পর্যন্ত বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার টাকা। এবার তা তা বেড়ে দাঁড়াচ্ছে ৫০ হাজার টাকা। পাশাপাশি রাজ্যের প্রতিমন্ত্রীরা এতদিন বেতন পেতেন মাসে ১০ হাজার ৯০০ টাকা। বেতন বৃদ্ধির ফলে তা বেড়ে হচ্ছে ৫০ হাজার ৯০০ টাকা। আর রাজ্যে পূর্ণমন্ত্রীরা এতদিন বেতন পেতেন ১১ হাজার টাকা। তাঁদের বেতন বেড়ে হচ্ছে ৫১ হাজার টাকা।

প্রসঙ্গত, সরকারের বেতন কাঠামো অনুযায়ী, ভাতা এবং কমিটির বৈঠকে যোগ দেওযার জন্য সব মিলিয়ে রাজ্যের বিধায়কেরা এতদিন ৮১ হাজার টাকা পেতেন। এবার থেকে সেক্ষেত্রে তাঁদের মোট প্রাপ্য হবে ১ লাখ ২১ হাজার টাকা। আারা রাজ্যের পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিরোধী দলনেতা এতদিন ভাতা সহ বিভিন্ন বিষয় মিলিয়ে পেতেন ১ লাখ ১০ হাজার টাকা। কিন্ত এবার থেকে তাঁরা পেতে চলেছেন প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *