BJP Candidate Rekha Patra,লাঠি হাতে রেখা পাত্রর গাড়ি ধাওয়া, প্রতিবাদে পথ অবরোধ বিজেপির – basirhat bjp candidate rekha patra faced anger of villagers after going party worker house


এই সময়, বসিরহাট: আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। পরিস্থিতি এমন হয় যে নিরাপত্তারক্ষীরা তাঁকে দ্রুত গাড়িতে তুলে দেন। ইট, লাঠি হাতে সেই গাড়ি ধাওয়া করেন গ্রামের মহিলারা। বিজেপির অভিযোগ, তৃণমূলের উস্কানিতেই ঘাসফুলের মহিলা ব্রিগেড এই কাণ্ড ঘটিয়েছে।প্রতিবাদে এ দিন রেখা পাত্র বিজেপির নেতা-কর্মীদের নিয়ে মাটিয়া থানার সামনে টাকি রোড অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। পরে মাটিয়া থানার পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ ওঠে। এ দিনের ঘটনার পর রেখা পাত্রকে কেন্দ্রের তরফে এক্স ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

মঙ্গলবার সকালে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের খড়িডাঙা ১৮৯ নম্বর বুথ এলাকায় আক্রান্ত বিজেপি কর্মী কালীদাস বাছাড়ের বাড়িতে গিয়েছিলেন রেখা পাত্র। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য মহিলা নেত্রী অর্চনা মজুমদার-সহ বসিরহাটের দলের নেতা-কর্মীরা। প্রসঙ্গত, বিজেপির দেওয়াল লিখন নষ্ট করে দেওয়ার অভিযোগে শনিবার রাতে বিজেপি-‌তৃণমূলের কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

সেই ঘটনায় কালিদাস বাছাড় জখম হন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এ দিন রেখা পাত্র তাঁকে দেখতে বাড়িতে যান। রেখার বিরুদ্ধে এ দিন তাদের দলের কর্মীদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তোলে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, ঘাসফুলের কর্মীদের ‌দাঙ্গাবাজ‌, দুর্নীতিবাজ‌ বলে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী।

ঘাসফুল শিবিরের দাবি, তারই প্রতিবাদ করেন এলাকার মহিলারা। রেখা মহিলাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, দু’‌পক্ষের বাদানুবাদের মধ্যে এক মহিলার শাড়ি ও ব্লাউজ ছিঁড়ে দেয় রেখা পাত্রের সঙ্গে থাকা এক বিজেপি কর্মী। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামের মহিলারা। রেখা পাত্রকে ঘিরে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।

রেখার সঙ্গে থাকা বিজেপি নেত্রী অর্চনা মজুমদারকে লাঠিপেটা করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে রেখার নিরাপত্তারক্ষীরা প্রার্থীকে গাড়িতে তুলে দেন। গাড়ির পিছনে এলাকার মহিলারা হাতে লাঠি ও ইট নিয়ে ধাওয়া করে। গাড়ি লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রেখার সঙ্গে আসা অন্যান্য গাড়ি আটকে দেওয়া হয়।

মাটিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তৃ ণমূলের বসিরহাট উত্তর বিধানসভার রাজেন্দ্রপুর অঞ্চল সভাপতি সমীর বাছাড় বলেন, ‘‌দু’‌দিন আগের একটি ঘটনা নিয়ে এলাকা উত্তপ্ত করতে আসেন বিজেপি প্রার্থী। বহিরাগতরা এসে এলাকার মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেছে। এক মহিলার শাড়ি, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে। গ্রামের মহিলারা তার প্রতিবাদ করেছে।’
মাটিগাড়ায় ১২ ঘণ্টার বনধ বিজেপির, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ-অবরোধ, বিক্ষিপ্ত উত্তেজনা

অভিযোগ মানেনি বিজেপি। উল্টে রেখা পাত্র-সহ বিজেপি নেতা-কর্মীরা এ দিন মাটিয়া থানার সামনে টাকি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। মাটিয়া থানাতেও বিক্ষোভ দেখায়। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর মাটিয়া থানার পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

বিজেপি নেত্রী অর্চনা মজুমদার বলেন, ‘তৃণমূলের নেতা সমীর বাছাড় দলবল নিয়ে রেখাকে হেনস্তা করে। ওঁর জাত তুলে অপমান করেছে। আমাদের কর্মীরা সেখানে প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হয়েছেন।’ বিজেপি মাটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। বিজেপির তরফে নির্বাচন কমিশনেও নালিশ জানানো হবে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *