পুলিশ সূত্রে খবর, এয়ারপোর্ট থানা এলাকা, নারায়ণপুর থানা এলাকা, বাগুইআটি থানা এলাকা, চার নম্বর ভেড়ি, নবপল্লি নাও ভাঙা এলাকা, সেক্টর চার, সেক্টর ফাইভ নলবন ফিশারি অফিস এলাকা, সেক্টর ফাইভ নিকো পার্ক এলাকা, সল্টলেক সিজে ব্লক (বিধাননগর পূর্ব থানা এলাকা) , যাত্রাগাছি, জ্যোতি নগর, সুলংগড়ি, প্রমোদনগর (নিউ টাউন থানা এলাকা ),সিটি সেন্টার টু, নোয়াপাড়া, সার্চিং মোড়, আকাঙ্ক্ষার মোড়, নবাবপুর, যাত্রাগাছি, ঘুনি(ইকোপার্ক থানায় এলাকা) ,জগদীশপুর, ভাতেণ্ডা, রায়গাছিয়ানি, রেকজোয়ানি (রাজারহাট থানায় এলাকা ) এই সমস্ত এলাকাগুলিতে কোনওভাবেই আর লেজার লাইট ব্যবহার করা যাবে না।
২০২১ সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বুর্জ খলিফার থিমে সাজিয়েছিল মণ্ডপ। সেই সময় ব্যাপক লেজার লাইটের ব্যবহার হওয়ার কারণে পাইলটদের সমস্যায় পড়তে হচ্ছিল। এরপর সেই লেজার লাইট বন্ধ করে দেওয়া হয়। ডিজনি ল্যান্ডের সময়ও লেজার লাইট ব্যবহার করা হয়েছিল। পরে তা বন্ধ হয়।
জানা গিয়েছে, বিমানবন্দর সংলগ্ন এলাকাতে বিভিন্ন অনুষ্ঠানবাড়ির সংখ্যা বেড়ে গিয়েছে। এই অনুষ্ঠানবাড়িগুলিতে লেজার লাইট ব্যবহার হয়ে থাকে। আর এর ফলে বিপাকে পড়তে হচ্ছে পাইলটদের। অভিযোগ এই অনুষ্ঠানবাড়ির মালিক এবং কর্তৃপক্ষদের বারবার বলেও কোনও কাজ হয়নি। লেজার লাইটের ব্যবহারের কারণে বিমান অবতরণের সময় বিস্তর সমস্যার মুখে পড়তে হয় পাইলটদের। তাঁরা সিকিউরিটি কন্ট্রোলে ফোন করে এই বিষয়টি জানান সাধারণত।
এই সমস্যা নিরসনে এবার কড়া পদক্ষেপ করল বিধাননগর কমিশনারেট। যাত্রীদের সুরক্ষা এবং পাইলটদের সেফ ল্যান্ডিয়ে যাতে কোনও সমস্যা তৈরি না হয় তা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। এখন দেখার এই কড়া পদক্ষেপে কি সমস্যা পুরোপুরি মিটবে?