Mamata Banerjee: মোদী সরকার ওল্টাতে দিদির নতুন স্লোগান ‘চলুন পাল্টাই’ – west bengal cm mamata banerjee make up a new slogan to remove pm narendra modi from delhi in 2024 lok sabha elections


এই সময়: ২০১১ সালে রাজ্যে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে ‘পরিবর্তন’-এর স্লোগান দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪-এর লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকে দিল্লির গদি থেকে সরাতে নতুন স্লোগান তৈরি করে দিলেন তৃণমূলনেত্রী। বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে মমতার নয়া স্লোগান—‘চলুন বদলাই, চলুন পাল্টাই।’মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মঙ্গলবার পরপর দু’টি জনসভাতেই এই স্লোগান তুলেছেন মমতা। কেন এই স্লোগান তৈরি করেছেন তিনি—তার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূলনেত্রী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছিল। বিজেপিকে মালদা জেলা থেকে ‘উপড়ে’ ফেলে দেওয়ার আহ্বান জানিয়ে মমতা হরিশচন্দ্রপুরের সভায় বলেন, ‘ওরা (বিজেপি) দেশকে বিক্রি করে দিয়েছে। সংবিধানকে বিক্রি করে দিয়েছে। সংবিধানকে ছিবড়ে করে দিয়েছে। তাই আমাদের স্লোগান, চলুন এবার পাল্টাই। চলুন এবার বদলাই। দিল্লির সরকার বদলাই। দিল্লিতে পরিবর্তন চাই। তাই বিজেপি হটাও।’

হরিশচন্দ্রপুরের সভার পর মালদা শহরে জনসভাতেও এই স্লোগানের পুনরাবৃত্তি করে মমতা বলেন, ‘চলুন বদলাই, চলুন পাল্টাই, পরিবর্তনের ডাক দিয়ে যাই। আগামী দিন আসছে, বিজেপি কাঁদছে।’ তৃণমূলনেত্রীর কথায়, ‘দিল্লিতে বদলান, দিল্লিতে পাল্টান, দিল্লিতে পরিবর্তন দরকার। এই জন্যই বলছি। কারণ, গ্যাসের দাম এক হাজার টাকা। এরপর হবে দু’হাজার টাকা—এটাই মোদীর গ্যারান্টি। সব ওষুধের দাম বেড়েছে। হার্টের ওষুধের দাম বেড়েছে, প্রেশারের ওষুধের দাম বেড়েছে, সুগারের ওষুধের দাম বেড়েছে।’

জরুরি ওষুধের মূল্যবৃদ্ধির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণেই সাধারণ মানুষের স্বার্থে এই বদলের স্লোগান তিনি তৈরি করেছেন বলে মমতা এদিন বার্তা দিতে চেয়েছেন। তাঁর কথায়, ‘জিনিসের দাম এত বেড়ে গিয়েছে, তার জন্য কি মোদীবাবু একটুও মাথা ঘামাচ্ছেন? ২ কোটি বেকারের চাকরি দেবে বলেছিলেন। কিন্তু একজনকেও চাকরি দেননি। আমরা যাঁদের চাকরি দিচ্ছি, তাঁদের চাকরি খেয়ে নিয়ে বলছে বোমা ফাটাব।’

শাইনিং ইন্ডিয়া দিয়ে হয়নি, বিকশিত ভারতেও হবে না: মমতা

মমতার এই নয়া স্লোগানকে অবশ্য বাড়তি গুরুত্ব দিতে চাইছেন না বঙ্গ বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘মুখ্যমন্ত্রীর কথা কেউ এখন শুনছে না। দেশের সংবিধান বিক্রি হয়ে গিয়েছে বলে উনি নাকি মন্তব্য করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গে সংবিধান বলে কিছু আছে? ওঁর শাসনে চাকরি বিক্রি হচ্ছে। জমির রেকর্ড বিক্রি হয়ে যাচ্ছে। পুরসভা থেকে রেলের জমি, ওয়াকফ সম্পত্তি পর্যন্ত বিক্রি করে দেওয়া হচ্ছে।’

বিজেপি নেতৃত্ব মমতার নয়া স্লোগানকে গুরুত্ব না দিতে চাইলেও জেপি নাড্ডা বাংলায় প্রচারে এসে ‘জয় বাংলা’ স্লোগান তোলায় গেরুয়া শিবির কিছুটা বিড়ম্বনায় পড়েছে। তাই মমতাও এ দিন খোঁচা দিয়ে বলেছেন, ‘আমাদের পিছনে লাগতে গিয়ে ওদের সভাপতির মুখ দিয়েও বেরিয়ে গিয়েছে জয় বাংলা!’ মমতার এই কটাক্ষের মুখে পড়ে শমীকের ব্যাখ্যা, ‘জেপি নাড্ডা এটাই বোঝাতে চেয়েছেন, পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখতে হলে এই রাজ্যকে জয় করতে হবে। তাই উনি জয় বাংলা বলেছেন। এর অর্থ আমরা বাংলাকে জয় করে নেব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *