West Bengal Police : বিদ্যুতের বিল পেমেন্টের নামে দেদার প্রতারণা! সাধারণ মানুষকে সতর্ক ফেলুদার – west bengal police aware common people about cyber frauds in the name of electricity bill payment


হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ। গরমে ঘেমে নেয়ে একাকার সাধারণ মানুষ। ফ্যান বা এসি ছাড়া গতি নেই। এদিকে বিদ্যুৎ যখন বেঁচে থাকার রসদের মতো হয়ে দাঁড়িয়েছে সেই সময় অনেকেই প্রতারণার ফাঁদ পাতছে। ফোনে বিদ্যুৎ দফতরের নামে চলছে ভুয়ো ফোন কল। অবিলম্বে টাকা ফেরত না দিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, এমনও মন্তব্য করতে শোনা যাচ্ছে অপর প্রান্ত থেকে। আর এই ধরনের প্রতারণা চক্রের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য অভিনব সচেতনতা প্রচারের উদ্য়োগ নিল পশ্চিমবঙ্গ পুলিশ।গরম কিছুতেই কমছে না। তাপমাত্রা বেড়েই চলেছে ক্রমশ। শনিবারের আগে দক্ষিণবঙ্গে নেই বৃষ্টিপাতের সম্ভাবনা। এই পরিস্থিতিতে ফ্যান এবং এসির ব্যবহার দিনে দিনে বেড়েই চলেছে। গরমে যখন নাজেহাল সাধারণ মানুষ সেই সময় অনেকেই প্রতারণার ফাঁদ পেতে বসেছে।

ফোনে বলা হচ্ছে, অবিলম্বে প্রদেয় অ্যাকাউন্টে টাকা না দিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। গত কয়েকদিনে এই ধরনের বেশ কিছু ঘটনা সামনে এসেছে। এবার সাধারণ মানুষকে এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য অভিনব প্রচার চালানো হল পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে।

আসরে নামানো হচ্ছে ফেলুদাকে। সোশ্যাল মিডিয়া পোস্টে একটি ভিডিয়ো শেয়ার করে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে লেখা হয়েছে, ‘ফেলুদাকে ফলো করুন’। সেখানে বলা হয়েছে, ‘যখন বিদ্যুৎ দফতরের নাম করে ভুয়ো ফোন করে আপনাকে কেউ বলে, অবিলম্বে টাকা না দিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে…’।

এরপরেই ছবির একটি দৃশ্য, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদার ভূমিকায় রয়েছেন। সামনে উৎপল দত্ত। ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সংলাপ, ‘আপনি সত্য বলছেন কিনা তা আমাকে তদন্ত করে দেখতে হবে।’ অপর প্রান্তে মগনলালের ভূমিকায় উৎপল দত্তের প্রশ্ন, ‘আমি মিথ্যে কথা বলছি?’ পালটা ফেলুদার বাক্যবাণ, ‘সত্যির উলটো তো মিথ্যেই হয়।’

‘২৫-এর নীচে নামানো উচিত নয়’, বিদ্যুৎ বিল বাঁচানোর টিপস মমতার

এই অংশের পর পুলিশের সতর্কবার্তা-ফেলুদাকে ফলো করুন। ভুয়ো ফোনের হুমকিতে ঘাবড়াবেন না। সত্যি মিথ্যে যাচাই করুন ঠান্ডা মাথায়। উল্লেখ্য, সাইবার প্রতারণা দিন দিন বেড়েই চলেছে। সাধারণ মানুষকে সাইবার প্রতারকদের হাত থেকে রক্ষা করার জন্য পুলিশের তরফে নিয়মিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রচার করা হয়। ফের একবার অভিনব পদ্ধতিতে সাধারণ মানুষকে সতর্ক করল পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *