আরও একটা বড় কথা বলে যাচ্ছি, ২০২৬-এ বিধানসভা নির্বাচন, তার আগে ঘাটাল মাস্টার প্ল্যান যদি না শুরু হয়, আমি আপনাদের বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না।
দেব
প্রসঙ্গত, ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গেও এদিন বলতে শোনা যায় দেবকে। ঘাটালের তৃণমূল প্রার্থী বলেন, ‘আমি দলে ফিরেছি মানুষকে ভালো রাখার জন্য। আমি দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) একটাই আবদার করেছিলাম, যদি আমি ফিরি, একটাই শর্ত…, এই ঘাটাল মাস্টার প্ল্যানে যদি আপনি হ্যাঁ বলেন তবেই আমি রাজনীতিতে ফিরব। নয়তো মনে হয় না আমার ফেরা উচিত।’
দেবের মতে, গত ১০ বছর ধরে কেন্দ্র ও রাজ্যের দ্বন্দ্বের কারণে তিনি কোনও কথা রাখতে পারছিলেন না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কথা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের সভা থেকে সেই কথা ঘোষণাও করেছেন। এছাড়া ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই কথাই বলে গিয়েছেন বলেও জানান দেব।
উল্লেখ্য, কয়েক মাস আগে দেব রাজনীতি থেকে সরে যেতে পারেন বলে শোনা যায়। এমনকী লোকসভা অধিবেশনের শেষ ভাষণে বাংলায় ঘাটাল মাস্টার প্ল্যান যাতে বাস্তবায়িত হয়, সেই কথাও বলতে শোনা যায় দেবকে। যদিও পরবর্তীতে রাজনৈতিক চিত্রে পরিবর্তন আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়, এবং দেখা যায় ফের একবার ঘাটালের প্রার্থী হিসেবে দেবের নামই ঘোষণা করে তৃণমূল। সেক্ষেত্রে এই পরিস্থিতিতে দেবের এহেন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।