Asansol News : বাড়ির ছাদ ভেঙে ঢুকল অজানা বস্তু! দিনেদুপুরে জামুড়িয়ায় উল্কাপাত? রহস্য – metal sphere suddenly dropped at a house in asansol creates meteor shower rumor


হঠাৎ বিকট শব্দ! বাড়ির ছাদ ফুঁড়ে ঘরের ভেতর ঢুকে পড়ল একটি ধাতব গোলক। হতচকিত হয়ে যান বাড়ির বাসিন্দারা। তাহলে কি উল্কাপাত? নাকি, অন্য কিছু চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার অন্তর্গত ইকরা এবং যাদুডাঙা গ্রামে।পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার অন্তর্গত ইকরা এবং যাদুডাঙা গ্রামে সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। ইকরা গ্রাম এলাকার বাউড়িপাড়ার অমর বাদ্যকর নামের এক ব্যক্তির বাড়ির উঠোনে আছড়ে পড়ে সেইগোলক। এই ঘটনায় তার মেয়ে বছর ১৮ ঝুলন বাদ্যকর গুরুতরভাবে আহত হয়। তাঁর শরীরের কিছু অংশ আঘাতপ্রাপ্ত হয়, পরে দ্রুত তাঁকে স্থানীয় আকলপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পাশাপাশি প্রতিবেশী অনিল বাদ্যকর এর বাড়ির ছাদে ওই যন্ত্রাংশটি আঘাতপ্রাপ্ত হয়ে ছিটকে পড়ে অমর বদ্যাকরের বাড়ির উঠোনে।

উল্কাপাতের খবর ছড়িয়ে পড়াই আতঙ্ক ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার ইকরা শিল্পতালুকে। পরে শেষমেষ জানা যায়, কোনও উল্কাপাতের ঘটনা এটা নয়। লাগোয়া এলাকায় থাকা গ্রেট ইস্টার্ন নামের এক রোলিং মিল কারখানায় আরপিএম মোটর এর হুইল খুলে গিয়ে ওই রোলিং মিলের চাল ফুটে জামুরিয়ার তিন পৃথক স্থানে সেই মোটর ছিটকে পড়ে।

যদিও প্রথমদিকে এই ঘটনাটি উল্কাপাতের ঘটনা বলে চারিদিকে গুজব রটে যায়। পরে অবশ্য যন্ত্রাংশ ছিটকে পড়ার খবর সামনে আসে। এই মুহূর্তে ঘটনার স্থলে পুলিশের বিশাল বাহিনী ঘিরে রেখেছে এলাকাটিকে। কী ভাবে এই ঘটনা ঘটল? এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষজন এদের কী ভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সে সকল নিয়েই চলছে এখন জোড় আলোচনা। জানা গিয়েছে, ইকরা এলাকাতেই নয়, ইকরার রাজা রামডাঙ্গা ও জাদুডাঙ্গা এলাকাতেও এই কারখানার যন্ত্রাংশ ছিটকে পড়ে সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু মানুষজনের বাড়ি ঘর।

কুয়ো খুঁড়তেই কয়লার ভাণ্ডার! চাঞ্চল্য আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে
বর্তমানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনার ফলে পৌঁছে সরজমিনে ঘটনার তদন্ত শুরু করেছেন। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ওই গ্রেট ইস্টার্ন কারখানার সামনেই রাস্তা অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ। এদিকে কারখানার ভেতরে গিয়ে দেখা যায় ওই কারখানার যন্ত্রাংশ উড়ে তিনটি পাটে ছিটকে গিয়েছে এই ঘটনার পরপরই বিক্ষুব্ধ মানুষজন ওই কারখানার চত্বরে ঢুকে ব্যাপকভাবে ক্ষোভব ব্যক্ত করে। চলে ব্যাপক ভাঙচুর। পুলিশ গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *