উল্কাপাতের খবর ছড়িয়ে পড়াই আতঙ্ক ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার ইকরা শিল্পতালুকে। পরে শেষমেষ জানা যায়, কোনও উল্কাপাতের ঘটনা এটা নয়। লাগোয়া এলাকায় থাকা গ্রেট ইস্টার্ন নামের এক রোলিং মিল কারখানায় আরপিএম মোটর এর হুইল খুলে গিয়ে ওই রোলিং মিলের চাল ফুটে জামুরিয়ার তিন পৃথক স্থানে সেই মোটর ছিটকে পড়ে।
যদিও প্রথমদিকে এই ঘটনাটি উল্কাপাতের ঘটনা বলে চারিদিকে গুজব রটে যায়। পরে অবশ্য যন্ত্রাংশ ছিটকে পড়ার খবর সামনে আসে। এই মুহূর্তে ঘটনার স্থলে পুলিশের বিশাল বাহিনী ঘিরে রেখেছে এলাকাটিকে। কী ভাবে এই ঘটনা ঘটল? এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষজন এদের কী ভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সে সকল নিয়েই চলছে এখন জোড় আলোচনা। জানা গিয়েছে, ইকরা এলাকাতেই নয়, ইকরার রাজা রামডাঙ্গা ও জাদুডাঙ্গা এলাকাতেও এই কারখানার যন্ত্রাংশ ছিটকে পড়ে সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু মানুষজনের বাড়ি ঘর।
বর্তমানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনার ফলে পৌঁছে সরজমিনে ঘটনার তদন্ত শুরু করেছেন। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ওই গ্রেট ইস্টার্ন কারখানার সামনেই রাস্তা অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ। এদিকে কারখানার ভেতরে গিয়ে দেখা যায় ওই কারখানার যন্ত্রাংশ উড়ে তিনটি পাটে ছিটকে গিয়েছে এই ঘটনার পরপরই বিক্ষুব্ধ মানুষজন ওই কারখানার চত্বরে ঢুকে ব্যাপকভাবে ক্ষোভব ব্যক্ত করে। চলে ব্যাপক ভাঙচুর। পুলিশ গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।