BJP শাসিত রাজ্যের বাসিন্দা IAS, IPS-দের ফোন মুখ্যমন্ত্রীদের! বিস্ফোরক অভিযোগ মমতার – mamata banerjee big claim about ias ips officer ahead of lok sabha election


শুক্রবার কৃষ্ণনগরের BJP প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে সভা করতে আসছেন লোকসভায় গেরুয়া শিবিরের মুখ নরেন্দ্র মোদী। তার আগে বৃহস্পতিবার সেখানে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে তিনি একাধিক বিষয়ে সুর চড়ান BJP-র বিরুদ্ধে।ক্যাশ ফর কোয়ারি মামলায় মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘BJP-র কোনও অধিকার ছিল মহুয়াকে সংসদ থেকে বহিষ্কৃত করে দেওয়ার? আমরাও তো পারি আপনাদের সমস্ত বিধায়কদের বহিষ্কার করে দিতে। কাল আবার এখানে BJP নেতারা মিথ্যে কথা বলতে আসছে। মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা। ও মুখের উপর কথা বলে, ভয় পায় না। তৃণমূল লড়াই করে বাঘের বাচ্চার মতো। তাই ওর উপর খুব রাগ। ও বলে দিয়েছিল দেশে কী চলছে। কী রাগ! কেন বলবে? কার সঙ্গে কার বন্ধুত্ব! এসব বলতে গেলে কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসবে। ১০০ দিনের কাজের টাকা দেয়নি।’

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘যে লোকটা রোজ বিজ্ঞাপন দিচ্ছে সব তিনি করে দিয়েছেন, তাহলে আমরা কি লবডঙ্কা?’ বিনামূল্যে রেশন পৌঁছনোয় রাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এই মন্তব্য করতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, ‘এখন রাজ্যের ট্যাক্স ওরা তুলে নিয়ে যায়। এই দুই বছরে ১২ হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী আপনাদের সরকার দেয়নি। ৩০ হাজার কোটি টাকা যদি আমরা দিই তাহলে বলুন কারা রেশনটা দিচ্ছে।’

বাংলায় ১০০ দিনের টাকা আটকে রাখার জন্য স্থানীয় BJP নেতাদের দুষেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘১০০ দিনের টাকা দেয়নি? বাংলা ওদের কাছে দুয়োরানি।’ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘IAS, IPS অফিসারদের যে রাজ্যে বাড়ি সেখানকার মুখ্যমন্ত্রীদের দিয়ে ফোন করানো হচ্ছে। বলা হচ্ছে BJP-র পক্ষে যেন কাজটা করেন। আমাকে কেউ বলেনি এই কথাটা। আমাকে কোনও পুলিশ বলেননি। কোনও IAS বা IPS বলেনি। কিন্তু, খবর এসেছে। নিজের সোর্স থেকে জেনেছি।’

CPIM-এর কাছে আত্মসমর্পণের প্রশ্ন নেই, কংগ্রেসকে বারণ করেছিলাম: মমতা

পাশাপাশি যারা মাধ্যমিকে সফল হয়েছেন তাদের শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি যারা মাধ্যমিকে যারা ফেল করেছে তাদের বিশেষ বার্তা দেন। বলেন ‘মন খারাপ না করে ফের নতুন উদ্যমে পড়াশোনা করতে।’ পাশাপাশি CAA প্রসঙ্গ টেনে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনাদের গায়ে কেউ হাত দিলে আমরা বুঝে নেব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *