অগ্নিমিত্রা জানান, এই লোকসভা কেন্দ্রের সবচেয়ে বেশি সমস্যা রয়েছে জল এবং আবাসের। অনেক জয়াগতেই পানীয় জলের একটা সংকট রয়েছে দীর্ঘদিন ধরে। প্রচারের সময় মানুষ সেগুলি তাঁর সামনে তুলে ধরছেন। তিনি জানান, খড়গপুর বা কেশিয়ারি এলাকায়, মেদিনীপুর শহর এলাকাতেও জলের সমস্যা রয়েছে। এতদিন বাদেও এরকম জলের সমস্যা রয়েছে।
এই কেন্দ্রে গতবারের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁকে এবার বর্ধমান দুর্গাপুর আসনে লড়াইয়ের জন্য পাঠানো হয়েছে। অগ্নিমিত্রা বলেন, ‘দিলীপ দা প্রচুর কাজ করে গিয়েছেন। তাঁর কাজের রিপোর্ট কার্ড তিনি মানুষের কাছে দিয়ে গিয়েছে। তবে, পাঁচ বছরে তো সব কাজ করে ওঠা সম্ভব নয়।’ যে যে কাজগুলো বাকি রয়েছে, সেগুলি নিয়েই মানুষের মতামত পেতে এই কর্মসূচি চালু করা হয়েছে।
এই কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন অগ্নিমিত্রা পাল। কংগ্রেস, তৃণমূল, সিপিএম সব এক পার্টি। যখন সিপিএম ক্ষমতায় যে ক্ষমতায় ছিল তখন কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। কংগ্রেস তুষ্টিকরনের রাজনীতি এখনও পর্যন্ত করে যাচ্ছে। আর তৃণমূল দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে। বিভিন্ন জঙ্গি সংগঠনদের বার বাড়ন্ত র পিছনেও রাজ্য সরকারকে দায়ী করলেন অগ্নিমিত্রা পাল।