BJP West Bengal : পাখির চোখ মেদিনীপুর, জুনকে হারাতে অগ্নিমিত্রার নতুন অস্ত্র ‘এক ফোনে দিদিভাই’ – bjp candidate agnimitra paul at medinipur started new phone call service campaign ahead lok sabha election


লোকসভা নির্বাচনের তৃতীয় দফা ভোটের আগে জোরকদমে প্রচার চালাচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল। প্রচারে আধুনিকতা, অভিনবত্ব আনার চেষ্টায় প্রত্যেকে প্রার্থী। এবার লোকসভা নির্বাচনের আগে নতুন কর্মসূচি শুরু করলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। দিলীপ ঘোষের প্রাক্তন কেন্দ্রে জনসংযোগ বাড়াতে নয়া পন্থা অবলম্বন বিজেপি প্রার্থীর।বুধবার মেদিনীপুর সদর বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে ‘এক ফোনে দিদি ভাই’ নামে একটি কর্মসূচি শুরু করলেন অগ্রিমিত্রা পাল। বিজেপির তরফে একটি থিম সংও রিলিজ করা হয়। তবে এই নম্বর চালু করা হয় কেন? প্রার্থী জানিয়েছেন, এই কয়দিনে লোকসভা কেন্দ্রের প্রতিটি কোণায় কোণায় পৌঁছে যাওয়া সম্ভব নয়। তার উপর গরমের কারণে অনেকটা সময় নষ্ট হচ্ছে। সেহেতু, একটি ফোন নম্বর চালু করা হল, যেখানে মানুষ তাঁদের এলাকার সমস্যার কথা ফোনে জানতে পারবেন। আগামী দিনে ভোট জিতে আসলে কী কী কাজ অগ্রাধিকার পাবে, তার একটা ধারণা তৈরি করা যাবে।

অগ্নিমিত্রা জানান, এই লোকসভা কেন্দ্রের সবচেয়ে বেশি সমস্যা রয়েছে জল এবং আবাসের। অনেক জয়াগতেই পানীয় জলের একটা সংকট রয়েছে দীর্ঘদিন ধরে। প্রচারের সময় মানুষ সেগুলি তাঁর সামনে তুলে ধরছেন। তিনি জানান, খড়গপুর বা কেশিয়ারি এলাকায়, মেদিনীপুর শহর এলাকাতেও জলের সমস্যা রয়েছে। এতদিন বাদেও এরকম জলের সমস্যা রয়েছে।

Agnimitra Paul Election Campaign : তাপপ্রবাহকে উপেক্ষা, ট্রেনে চড়ে জনসংযোগ অগ্নিমিত্রার

এই কেন্দ্রে গতবারের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁকে এবার বর্ধমান দুর্গাপুর আসনে লড়াইয়ের জন্য পাঠানো হয়েছে। অগ্নিমিত্রা বলেন, ‘দিলীপ দা প্রচুর কাজ করে গিয়েছেন। তাঁর কাজের রিপোর্ট কার্ড তিনি মানুষের কাছে দিয়ে গিয়েছে। তবে, পাঁচ বছরে তো সব কাজ করে ওঠা সম্ভব নয়।’ যে যে কাজগুলো বাকি রয়েছে, সেগুলি নিয়েই মানুষের মতামত পেতে এই কর্মসূচি চালু করা হয়েছে।

Lok Sabha Election 2024 : দিলীপ নেই, তবু আছেন দুই দিদির লড়াই জুড়েই
এই কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন অগ্নিমিত্রা পাল। কংগ্রেস, তৃণমূল, সিপিএম সব এক পার্টি। যখন সিপিএম ক্ষমতায় যে ক্ষমতায় ছিল তখন কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। কংগ্রেস তুষ্টিকরনের রাজনীতি এখনও পর্যন্ত করে যাচ্ছে। আর তৃণমূল দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে। বিভিন্ন জঙ্গি সংগঠনদের বার বাড়ন্ত র পিছনেও রাজ্য সরকারকে দায়ী করলেন অগ্নিমিত্রা পাল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *