Madhyamik Result,’বই পড়েই জানতে হবে’, আগামীবারের পরীক্ষার্থীদের বার্তা মাধ্যমিকে দশম স্থানাধিকারী ভৌমীর – bhoumi sarkar a student of raiganj gets tenth position in madhyamik exam result 2024


মাধ্যমিকের ফলাফলে এবারেও বিশেষ জায়গা দখল করে নিয়েছে ছাত্রীরা। মেয়েদের মধ্যে প্রথম হওয়া ছাত্রীও সার্বিকভাবে দখল করে নিয়েছে তৃতীয় স্থান। এছাড়াও মেধাতালিকায় স্থান পেয়েছে আরও কয়েকজন ছাত্রী। তাদেরই একজন রায়গঞ্জের ভৌমী সরকার। মাধ্যমিকে ৬৮৪ নম্বর পেয়ে দশম স্থান দখল করেছে সে।রায়গঞ্জ গার্লস হাইস্কুলের ছাত্রী ভৌমী সরকার। বাড়ি রায়গঞ্জ শহরের উত্তর কলেজ পাড়ায়। ভৌমীর বাবা সৌমেন্দ্র সরকার রায়গঞ্জ জেলা আদালতের কর্মী। মা হ্যাপি মণ্ডল সরকার বাড়িওল হাইস্কুলের পার্শ্ব শিক্ষিকা। ফলপ্রকাশের পর ভৌমী জানায়, ফলের খবর শুনে খুব ভালো লাগছে। প্রতিটি বিষয়ে শিক্ষক থাকলেও অঙ্কটা সে বাবার কাছেই করত। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়ার অভ্যাস রয়েছে তার। শরৎচন্দ্রের উপন্যাস পড়তে ভালো লাগে তার। এই সাফল্যের জন্য নিজের অধ্যাবসায় ছাড়াও বাবা ও মায়ের সমর্থনকেই কৃতিত্ব দিচ্ছে ভৌমী। ভবিষ্যতে গবেষণা করার ইচ্ছা রয়েছে তার।

ভৌমী আরও জানায়, তার পড়াশোনার জন্য অনেক সময়ই স্কুল থেকে ছুটি নিয়েছেন তার মা। এমনকী কখনও কখনও রাত জেগে পড়াশোনা করতে হলে পাশে পেয়েছে বাবাকে। ভৌমী মনে করে, বই পড়ার কোনও বিকল্প নেই। তাই আগামীদিন যারা মাধ্যমিক দেবে, তাদেরও বেশি করে বই পড়ার পরামর্শই দিচ্ছে সে।

এই বিষয়ে ভৌমীর মা হ্যাপি মণ্ডল সরকার জানান, তিনি পেশায় অঙ্কের পার্শ্ব শিক্ষিকা। মেয়ে ১ থেকে ১০-এর মধ্যে থাকবে সেটা আশা ছিলই। আর সেই আশাই এবার পূরণ হল। বরাবরই পড়াশোনায় মেধাবী ভৌমী। পাশাপাশি মেয়ের ফলাফলে খুশী ভৌমীর বাবা সৌমেন্দ্র সরকারও। তিনি বলেন, ‘মেয়ের ফলাফল যথেষ্ট ভালো হয়েছে। তবে আরও একটু ভালো আশা করেছিলাম। মেয়েকে পড়াশোনার জন্য কোনও দিনই চাপ দিতে হত না। সে নিজেই সময় মতোই পড়ত।’ নিজের সাধ্যমতো মেয়েকে সবরকমভাবেই সহযোগিতা করেছেন বলে জানান সৌমেন্দ্র। এদিকে মেধাবী এই ছাত্রীর সাফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।

এই বছর মাধ্য়মিক পরীক্ষায় প্রথম থেকে দশমের মধ্যে রয়েছে মোট ৫৭ জন ছাত্রছাত্রী। পরীক্ষায় ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে মোট ১ লাখ ১৮ হাজার ৪১১ জন পরীক্ষার্থী। লক্ষ্য করার মতো বিষয় হল, এবারের মাধ্যমিকে পাশের হার সবচেয়ে বেশি উত্তরবঙ্গের কালিম্পং জেলায়। পাশাপাশি পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর ও তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *