Madhyamik Result 2024: রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় ফার্স্ট, মালদার সাবউদ্দিন সোনালি রেখা…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকের মেধা তালিকায় এবার ৫৭ জন। পাশের হারে সর্বোচ্চ কালিম্পং জেলায়, হার ৯৬.২৬ শতাংশ। তৃতীয় স্থাণে আছে কলকাতা। 

আরও পড়ুন: Madhyamik 2024: ভিড়ে ওয়েবসাইট বিগড়ে গিয়েছে? যে ভাবে মুহূর্তে জানতে পারবেন মাধ্যমিকের রেজাল্ট…
প্রথম স্থানাধিকারী কোচবিহারের রামভোলা হাইস্কুল চন্দ্রচূড় সেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। ৬৯২ পেয়ে দ্বিতীয় স্থাণে আছে সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুলের। তৃতীয় স্থাণে আছে মোট ৩ জন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভ. স্কুলের পুষ্পিতা বাসুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নৈরিক রঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়।
চতু্র্থ স্থানাধিকাকী তপজ্যোতি মণ্ডল হুগলীর কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের ছাত্র।
পঞ্চম স্থাণ দখল করেছে পূর্ব বর্ধমানের পারুলডাঙ্গা নসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ঘ্যদ্বীপ বসাক। 
ষষ্ঠ স্থাণে আছে মোট ৪জন। কৃষাণু সাহা- দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের ছাত্র, মহম্মদ সাবউদ্দিন আলি- মালদার পড়ুয়া, কৌস্তভ সাহু- পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজিয়েট হাইস্কুলের ছাত্র, অলিভ গায়েন- দক্ষিণ ২৪- নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র।

আরও পড়ুন:Bengal News LIVE Update: সাত সকালে জেলা পুলিস সুপারের দফতরে আগুন, নিয়ন্ত্রণে দমকল
চলতি বছরে ৯২৩৬৩৬ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯১২৫৯৮ পরীক্ষার্থী। পাশের হার ৮৬.৩১ শতাংশ। যারমধ্যে পুরুষ পরীক্ষার্থী ৪০৩৯০০ এবং মহিলা পরীক্ষার্থী ৫০৮৬৯৮। অর্থাৎ পুরুষ পরীক্ষার্থীর থেকে মহিলা পরীক্ষার্থীর পাশের হার বেশি। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *