ভোটের মুখে লোডশেডিংয়ে জেরবার তৃণমূল, CESC-কে গণচিঠি কাউন্সিলরদের!


দেবারতি ঘোষ: ভোটের মুখে লোডশেডিংয়ে জেরবার তৃণমূল। এই পরিস্থিতিতে CESC-কে চিঠি দেওয়ার জন্য বলা হয়েছে সব কাউন্সিলরদের। নির্দেশ দিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম-ই।

আজ মিটিংয়ে সব কাউন্সিলররা একসঙ্গে সোচ্চার হন লোডশেডিং নিয়ে। তাঁরা জানান, প্রার্থী নিয়ে ওয়ার্ডে প্রচার করতে গিয়ে এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাঁদেরকে। এই লোডশেডিং-এর জন্য। মানুষ প্রার্থীকে ঘিরে ধরছে, ক্ষোভ প্রকাশ করছে। বিভিন্ন জায়গাতে লোডশেডিং-এর কারণে পাম্প চালিয়ে জল সরবরাহ করতেও অসুবিধে হচ্ছে।

মূলত সংযুক্ত এলাকাতেই এই সমস্যাটা অনেক বেশি। আজ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন। সেই দলীয় বৈঠকের মধ্যেই সব কাউন্সিলররা সোচ্চার হন লোডশেডিংয়ের বিষয়ে। তারপরই মেয়রের অনুমতি নিয়ে সব কাউন্সিলরদের পক্ষ থেকে সিএসসি-কে চিঠি লেখা হয়।

আরও পড়ুন, Partha On Kunal: ‘যা ক্ষতি করেছে, কোনও বিরোধীও করেনি, দল থেকে তাড়ানো উচিত!’

আরও পড়ুন, C V Ananda Bose Controversy: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে ৮ সদস্যের বিশেষ অনুসন্ধান দল

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *