টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। দীপা আর সূর্যর ভক্ত সংখ্যা গুনে শেষ করা যায় না। সেই দীপার জীবন তো বটেই এমনকি সিরিয়াল থেকেও বাদ পড়েছেন দিব্যজ্যোতি। আপাতত মাস খানেক সূর্যর চরিত্রের দেখা পাওয়া যাচ্ছে না। আর এই নিয়ে বেজায় চিন্তায় দিব্যজ্যোতির ভক্তরা। তাহলে কি আর তাঁকে অনুরাগের ছোঁয়ায় দেখা যাবে না? ফের একবার কি মিলন হবে না দীপা-সূর্যর? এই প্রশ্নের খোলাখুলি জবাব দিলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। এই সময় ডিজিটালের সঙ্গে আড্ডায় শুধুই কি অনুরাগের ছোঁয়া নিয়ে কথা হল? আজ্ঞে না। কথা হল দিব্যর কেরিয়ার, তাঁর ব্যক্তিগত জীবন, প্রেম সবটা নিয়ে। তবে সাক্ষাত্কারের বাকি অংশ দেখতে আপনাদের একটু অপেক্ষা তো করতেই হবে। তার আগে দেখে নিন অনুরাগের ছোঁয়া থেকে তাঁর ডিসঅ্যাপিয়ারেন্সের কারণটা কী?