অয়ন ঘোষাল: শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের ৩ এবং দক্ষিণবঙ্গের ৬ জেলায় তীব্র অথবা মৃদু তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবার থেকে বঙ্গে বৃষ্টি। সোম ও মঙ্গলবার গোটা বাংলা জুড়েই বৃষ্টি। সেই সঙ্গে কোনও কোনও জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া। সুতরাং পরবর্তী ৭২ ঘন্টা তাপপ্রবাহ থেকে সাময়িক মুক্তি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকতেই বৃহস্পতিবার রাজ্যের বেশ কিছু এলাকা সাময়িক ভাবে তাপপ্রবাহের কবল থেকে মুক্তি পেয়েছে।
আরও পড়ুন, Madhyamik Result 2024: মাধ্যমিকে ফল খারাপ, শেষে রান্নাঘরে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে…
যদিও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় এখনও তীব্র তাপপ্রবাহ। উত্তরের দুই জেলা মালদা এবং দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় মৃদু তাপপ্রবাহের সতর্কতা জারি আছে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা আপাতত তাপপ্রবাহের তালিকার বাইরে এসেছে। ৫ মে রবিবার থেকে তাপপ্রবাহের বাইরে চলে আসবে রাজ্যের সিংহভাগ জেলা।
আরও পড়ুন, Madhyamik: প্রতিকূলতাকে হারিয়ে আকাশে উড়ান, মাধ্যমিকে সফল জলপাইগুড়ির ৪ মূক-বধির পরীক্ষার্থী!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)