হাইকোর্টের রায়ে চাকরি হারিয়েছে ২৫ হাজার ৭৫৩ জন। চাকরিহারাদের মধ্যে মধ্যে কারা যোগ্য, আর কারাই বা অযোগ্য, তা নিয়ে জারি রয়েছে বিস্তর চর্চা। চাকরিহারাদের অনেকেই দাবি করছেন, তাঁরা নিয়ম মেনে বৈধ উপায়ে চাকরি পেয়েছেন। এরই মাঝে এবার ‘যোগ্য’ চাকরি হারাদের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জানি শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তাতে পীড়িতদের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠেছে। আমাদের রাজ্য সভাপতি এখানে রয়েছেন, তাঁকে আমার পরামর্শ, এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অনেক নির্দোষ মানুষও রয়েছেন। যাঁরা সত্যিই শিক্ষকের চাকরির দাবিদার, তাঁরা বাকিদের পাপের কারণে, সমস্যায় পড়েছেন। আমি রাজ্য সভাপতিকে বলেছি, আমরা দলের যাঁরা সৎ তাঁদের কী ভাবে সাহায্য করতে পারি! আমি বলেছি, প্রদেশ স্তরে একটি লিগ্যাল সেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খোলা হোক। এতে যাঁরা সঠিক নথিপত্র থাকার পরেও সমস্যায় পড়েছেন, তাঁদের সুবিধা হবে এবং তাঁদের ন্যায় দিতে সম্পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করবে।’
এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী আরও বলেন, ‘আমরা সৎ-দের থাকব। নির্বাচন চলতে থাকুক, কিন্তু বাংলার ইউনিট এই কাজ করবে। যাঁরা দোষ করেছেন তাঁরা সাদা পাবেন। কিন্তু অনেক সৎ মানুষ রয়েছেন, যাঁদের কাছে আসল উপযুক্ত ডিগ্রি রয়েছে, তাঁরাও ফেসে গিয়েছেন। যারা সৎ তাঁদের ন্যায় দিয়ে রাজ্য ইউনিট কাজ করবে, এটা মোদীর গ্যারান্টি।’
এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী আরও বলেন, ‘আমরা সৎ-দের থাকব। নির্বাচন চলতে থাকুক, কিন্তু বাংলার ইউনিট এই কাজ করবে। যাঁরা দোষ করেছেন তাঁরা সাদা পাবেন। কিন্তু অনেক সৎ মানুষ রয়েছেন, যাঁদের কাছে আসল উপযুক্ত ডিগ্রি রয়েছে, তাঁরাও ফেসে গিয়েছেন। যারা সৎ তাঁদের ন্যায় দিয়ে রাজ্য ইউনিট কাজ করবে, এটা মোদীর গ্যারান্টি।’