লোকসভা নির্বাচনের প্রচারের জন্য বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাজ্যে তাঁর তিনটি সভা রয়েছে।
- আজ সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত রাজভবন (সাউথ গেট), আর আর অ্যাভিনিউ, রেড রোড, জেনসন অ্যান্ড নিকোলসন আইল্যান্ড, খিদিরপুর রোড এবং ১১ ফারলং গেটে করা হবে যানচলাচল নিয়ন্ত্রণ।
বর্ধমান-দুর্গাপুর, কৃষ্ণনগর এবং বোলপুরে প্রচার করবেন তিনি। অন্যদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। এই নিয়ে যখন বঙ্গ রাজনীতি সরগরম সেই সময় গতকাল বৃহস্পতিবারই রাজভবনে এসে পৌঁছেছেন নরেন্দ্র মোদী।
রাতে ছিলেন রাজভবনে। এদিন সকালে বর্ধমানে যাবেন তিনি। এরপর কৃষ্ণনগরে সভা তাঁর। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা এলাকার সমুদ্রগড় এবং রায়নাতে সভা রয়েছে মোদীর। এদিকে প্রচারের ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি এদিন দুটি সভা করতে চলেছেন। নানুর এবং রানিগঞ্জে সভা তাঁর। তৃতীয় দফা ভোটের আগে রাজ্য ঘটনাবহুল।