Electricity Bill: বাড়ছে বিদ্যুতের দাম! প্রবল জল্পনার মধ্যে মুখ খুলল ডব্লিউবিএসিডিসিএল


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা ভোটের সময়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল জল্পনা, বাড়ছে বিদ্যুতের দাম। বিষয়টিয় নিয়ে এবার মুখ খুলল রাজ্য সরকার। এটি শুধুমাত্র যে এক অপপ্রচার তা জানিয়ে দিয়েছে বিদ্যত্ দফতর। পাশাপাশি বিদ্যুত্ বন্টন সংস্থা  ডব্লিউবিএসিডিসিএল জানিয়ে দিয়েছে যা রটেছে তা একেবারেই ভিত্তিহীন।

আরও পড়ুন-‘রাজনীতি করতে ওরা বাংলাকে বদনাম করে, তাই ওদের বাংলা বিরোধী বলি’, সন্দেশখালি ভিডিয়ো নিয়ে সরব অভিষেক

ইতিমধ্যেই বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি এনিয়ে সুর চড়িয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এনিয়ে ডব্লিউবিএসিডিসিএল এর ডিরেক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, বিদ্যুত্র বিল সংক্রান্ত কিছু বিষয় সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি মূলত মাসুল বাড়ানো নিয়ে। এই প্রতার সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। গ্রাহকদের জন্য জানানে হচ্ছে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বিভিন্ন সময়ে বিদ্যুতের মাসুল নির্ধারণ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। গত ৬ মার্চ বিদ্যুতের মাসুল নির্ধারন করেছিল কমিশন। সেই সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুতের মাসুল কোনও ভাবেই বাড়ানো হয়নি। গ্রাহকদের বলা হচ্ছে কোনও রকম গুজবে তাঁরা যেন কান না দেন। কারণ বিদ্যুতের দাম একেবারেই বাড়ানো হয়নি। এনিয়ে বিস্তারিত জানতে তারা যেন কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন।

উল্লেখ্য, প্রবল গরমে পাখা, এসি সহ অন্যান্য জিনিসপত্রের ব্যবহার অনেকটাই বেড়েছে। ফলে চাপ পড়ছে বিদ্যুত্ সরবারহের উপরে। এর মধ্যে মাঝে মধ্যে বিদ্যুত সরবারহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছে কোথাও কোথাও। এর মধ্যেই বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে গুজব দানা বেঁধেছে। ফলে চিন্তায় পড়ে গিয়েছেন গ্রাহকরা। এরকম এক পরিস্থিতিতে আশার কথা শোনাল ডব্লিউবিএসিডিসিএল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *