১০ মে মুক্তি পাচ্ছে সুরিন্দর ফিল্মস প্রযোজিত ও সন্দীপ রায় পরিচালিত নয়ন রহস্য। এই সিনেমার ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সমাজ মাধ্যমে। আরও একবার ফেলুদার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। গরমের ছুটিতে ফেলুদা ফ্যানদের জন্যে নতুন উপহার বলা যায়। দাবাড়ু সিনেমার সাথে একইদিনে ১০ মে মুক্তি পাচ্ছে এই সিনেমা (Sandip Ray Interview)। সোশ্যাল মিডিয়ার যুগে ঠিক কতটা কঠিন ফেলুদা নিয়ে এক্সপেরিমেন্ট করা? এই সময় ডিজিটালের মুখোমুখি সন্দীপ রায়। সন্দীপ রায় তো বটেই, আড্ডা বাকি ট্রায়োর সঙ্গেও। পরিচালক কতটা আশাবাদী এই সিনেমার বক্স অফিস সাফল্য নিয়ে? জানালেন সেই বিষয়ে। রাজনীতি থেকে শুরু করে খেলা ও লোকসভা ভোটের সব রকম খবরের পাশাপাশি বিনোদন সংক্রান্ত যাবতীয় খবরে সর্বদা আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সমপয় ডিজিটালে। Watch The Bengali Video.
