এই ভিডিয়ো ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। BJP-র মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি এই সময় ডিজিটাল-কে বলেন, ‘আদালতের নির্দেশে অভিযোগ নেওয়া হয়েছে। অনেকের বয়ান রেকর্ড করা হয়েছে। একজন মহিলা তাঁর সম্মান নিয়ে মিথ্যে কথা বলবে, কোনও সুস্থ সমাজের মানুষ এটা বিশ্বাস করতে পারে না।’
অন্যদিকে, পালটা সুর চড়িয়েছে তৃণমূলও। শান্তনু সেন এই সময় ডিজিটাল-কে বলেন, ‘ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। আমরা এর আগেও বলেছি সন্দেশখালি নিয়ে BJP বাংলাকে বদনাম করার চেষ্টা করছে। এবার সেই সত্যিটাই সামনে এল। এর আগে অগ্নিমিত্রা পলের অডিয়ো সামনে এনেছিল। সেখানেও আমরা প্রমাণ পেয়েছিলাম। প্রধানমন্ত্রীর অতি সক্রিয়তা, সন্দেশখালির মহিলাকে প্রার্থী করা, তাঁর সঙ্গে ফোনে কথা বলা এই সবকিছু দিয়েই আভাস পাওয়া যাচ্ছিল। আজ এই ভিডিয়োয় সন্দেশখালি নিয়ে ষড়যন্ত্র প্রমাণ হয়ে গেল।’
এদিকে যে BJP নেতাকে এই অডিয়োতে দেখা যাচ্ছে সেই গঙ্গাধর কয়াল ‘জি ২৪ ঘণ্টা’-কে ফোনে বলেন, ‘চক্রান্ত করে আমাকে ফাঁসানো হচ্ছে। ভিডিয়োটা চক্রান্ত করে করা হয়েছে। যাঁরা ওখানে আন্দোলন করেছে তাঁরা কী ভাবে অভিযোগ করেছে তা আমার জানা নেই। এই ভিডিয়োটি মিথ্যে।’
দলীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়নি বলে জানান তিনি। গঙ্গাধরের সংযোজন, ‘এই ভিডিয়োটিতে আমার ছবি রয়েছে। তিন চার জন ছিল আমাকে প্রশ্ন করেছিল।’ এই মন্তব্য তাঁর কিনা সেই প্রসঙ্গে কোনও স্পষ্ট উত্তর দেননি তিনি।
