Sandeshkhali Viral Video,সন্দেশখালিতে মহিলাদের ধর্ষণের অভিযোগ সাজানো? ভাইরাল ভিডিয়োয় ‘BJP নেতা’-র দাবিতে শোরগোল – sandeshkhali trending video where a local bjp leader is saying all complaints are done according to the plan


লোকসভা ভোটের আগে থেকেই সন্দেশখালি নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে সন্দেশখালি নিয়ে আক্রমণ করেছেন রাজ্য সরকারকে। কিন্তু, এবার সন্দেশখালি নিয়ে একটি ভিডিয়ো ঘিরে শোরগোল। যেখানে স্থানীয় এক BJP নেতাকেই বলতে শোনা যাচ্ছে, ধর্ষণ সহ অন্যান্য অভিযোগ পরিকল্পনা মোতাবেক করা হয়েছে। ওই ব্যক্তির নাম গঙ্গাধর কয়াল। তিনি সন্দেশখালি ২ ব্লকের BJP-র মণ্ডল সভাপতি। তবে এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।গঙ্গাধর কয়ালকে ওই ভিডিয়োয় বলতে শোনা যায়, ধর্ষণের অভিযোগ পরিকল্পনা করে তোলা হয়েছে। BJP-র এক শীর্ষ নেতার নাম বারবার বলতে শোনা যায় তাঁকে। ওই নেতাই ফোন এবং টাকা দিয়ে সমস্ত ক্ষেত্রে সাহায্য করেছেন বলে দাবি গঙ্গাধরের। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

এই ভিডিয়ো ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। BJP-র মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি এই সময় ডিজিটাল-কে বলেন, ‘আদালতের নির্দেশে অভিযোগ নেওয়া হয়েছে। অনেকের বয়ান রেকর্ড করা হয়েছে। একজন মহিলা তাঁর সম্মান নিয়ে মিথ্যে কথা বলবে, কোনও সুস্থ সমাজের মানুষ এটা বিশ্বাস করতে পারে না।’

অন্যদিকে, পালটা সুর চড়িয়েছে তৃণমূলও। শান্তনু সেন এই সময় ডিজিটাল-কে বলেন, ‘ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। আমরা এর আগেও বলেছি সন্দেশখালি নিয়ে BJP বাংলাকে বদনাম করার চেষ্টা করছে। এবার সেই সত্যিটাই সামনে এল। এর আগে অগ্নিমিত্রা পলের অডিয়ো সামনে এনেছিল। সেখানেও আমরা প্রমাণ পেয়েছিলাম। প্রধানমন্ত্রীর অতি সক্রিয়তা, সন্দেশখালির মহিলাকে প্রার্থী করা, তাঁর সঙ্গে ফোনে কথা বলা এই সবকিছু দিয়েই আভাস পাওয়া যাচ্ছিল। আজ এই ভিডিয়োয় সন্দেশখালি নিয়ে ষড়যন্ত্র প্রমাণ হয়ে গেল।’

‘তৃণমূলের থেকে BJP-কে ভোট দেওয়া ভালো’! অধীরের মন্তব্যে তোলপাড়, কী বলছে কংগ্রেস?

এদিকে যে BJP নেতাকে এই অডিয়োতে দেখা যাচ্ছে সেই গঙ্গাধর কয়াল ‘জি ২৪ ঘণ্টা’-কে ফোনে বলেন, ‘চক্রান্ত করে আমাকে ফাঁসানো হচ্ছে। ভিডিয়োটা চক্রান্ত করে করা হয়েছে। যাঁরা ওখানে আন্দোলন করেছে তাঁরা কী ভাবে অভিযোগ করেছে তা আমার জানা নেই। এই ভিডিয়োটি মিথ্যে।’

দলীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়নি বলে জানান তিনি। গঙ্গাধরের সংযোজন, ‘এই ভিডিয়োটিতে আমার ছবি রয়েছে। তিন চার জন ছিল আমাকে প্রশ্ন করেছিল।’ এই মন্তব্য তাঁর কিনা সেই প্রসঙ্গে কোনও স্পষ্ট উত্তর দেননি তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *