Sandeshkhali Viral Video : ‘গলার স্বর বিকৃত করা’, সিবিআইকে চিঠি বিজেপি নেতা গঙ্গাধরের – sandeshkhali viral video accused bjp leader sent letter to cbi


সন্দেশখালি নিয়ে বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তবে, ভিডিয়োতে (সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) যে গলার স্বর রয়েছে, সেটা বিকৃত করা হয়েছে বলে জানালেন সি বিজেপি নেতা। পুরো বিষয়টি নিয়ে তিনি সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছেন।শনিবার সকালেই একটি ভিডিয়ো ভাইরাল হয় সমাজমাধ্যমে। যেখানে (ভিডিয়ো সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) দেখা যাচ্ছে, গঙ্গাধর কয়াল জনৈক একজনকে জানাচ্ছেন, সন্দেশখালির ঘটনা ‘সাজানো’। অর্থের বিনিময়ে মহিলাদের ধর্ষণের অভিযোগ লেখানোর কথা বলা হয়েছে। ওই ভিডিয়োতে একটি মহিলাকেও দেখা গিয়েছে সেই কথা স্বীকার করে নিতে।

সিবিআইকে লেখা গঙ্গাধরের চিঠি

সিবিআইকে লেখা গঙ্গাধরের চিঠি

বিষয়টি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল। তবে, সেই গলার স্বর বিকৃত করা হয়েছে বলে দাবি করলেন অভিযুক্ত মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। তিনি ইতিমধ্যে সিবিআইকে মেল করে এটি নিয়ে অভিযোগ জানিয়েছেন। সন্দেশখালির ঘটনায় যেহেতু সিবিআই ইতিমধ্যে তদন্ত চালাচ্ছেন, সেই কারণে এই প্রসঙ্গটি নিয়ে সিবিআইয়ের দ্বারস্থ হয়েছে তিনি।

চিঠিতে তিনি জানিয়েছেন, ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভয়েস মড্যুলেশন ব্যবহার করে এই ভিডিয়ো করা হয়েছে। এই বিষয়টির মাধ্যমে সন্দেশখালির ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, ওই ভিডিয়োতে বক্তার মুখ, সঠিকভাবে দেখা যায় না এবং এমনভাবে সম্পাদনা করা হয়েছে যাতে মুখ অন্ধকারে থাকে। উল্লিখিত ভিডিয়ো ক্লিপ থেকে স্পিকারের ঠোঁটের নড়াচড়া বোঝা যাবে না। অডিয়োর গুণমান পরিষ্কার নয়।

সন্দেশখালিতে মহিলাদের ধর্ষণের অভিযোগ সাজানো? ভাইরাল ভিডিয়োয় ‘BJP নেতা’-র দাবিতে শোরগোল
তাঁর আরও দাবি, ভিডিয়োটি একটি ‘উইলিয়ামস’ নামের একটি চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। চ্যানেলটি 3রা মে, 2024-এ তৈরি করা হয়েছিল৷ এটি থেকে স্পষ্ট হয় যে ভিডিয়োটি উদ্দেশ্যমূলকভাবে অপলোড করা হয়েছে একটি অযাচাই করা চ্যানেল। ভিডিয়োটির ১৮ মিনিটের মাথায় একজন মহিলা উপস্থিত হন এবং এটি স্পষ্টভাবে দেখা যায় যে ভিডিয়োটি বিরতি দেওয়া হয়েছে কিন্তু অডিয়োটি ব্যাকগ্রাউন্ডে বাজানো হচ্ছে। এটি নিশ্চিত যে ভিডিয়োটি সম্পাদনা করা হয়েছে এবং তার ভয়েস কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে মডিউল করা হয়েছে। ইতিমধ্যেই এই ভিডিয়ো সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলেও জানানো হয়েছে বিজেপির তরফে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানান, এই ভিডিয়ো নিয়ে সিবিআই তদন্ত করে দেখা উচিত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *