WBSEDCL Bill,বিদ্যুতের ভাড়া বৃদ্ধি নিয়ে প্রচার ‘বিভ্রান্তিকর’, গ্রাহকদের বিশেষ বার্তা WBSEDCL-র – wbsedcl clarified that electricity bill ammount increasing post is false


গরমে হাসঁফাঁস গোটা বাংলা। ফ্যানের তলা ছাড়া এক মুহূর্ত টেকা দায় ঘরে। স্বাভাবিকভাবেই, হু হু করে বাড়ছে বিদ্যুতের বিল। এর মধ্যেই WBSEDCL-এর নাম নিয়ে সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট ঘিরে আলোড়ন পড়েছে। সেই পোস্টে বলা হয়েছে ইউনিট প্রতি চার্জে বদল আনছে WBSEDCL। বিষয়টি নিয়ে মুখ খুলল ডব্লুবিএসইসিডিসিএল কর্তৃপক্ষ।WBSEDCL -এর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, WBSEDCL এর বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে ইদানীং কিছু সোশ্যাল মিডিয়া এবং কোনও কোনও মহল থেকে নানা রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে । এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং অসত্য। WBSEDCL জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ আইন অনুযায়ী বিভিন্ন সময়কার বিদ্যুতের মাশুল প্রতিনিয়ত নির্ধারন করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। তাঁদের দাবি, ইউনিট প্রতি চার্জে আদৌ কোনও পরিবর্তন আনা হয়নি।

WBSEDCL-এর ডাইরেক্টর ডিস্ট্রিবিউশন পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, গত ৬ মার্চ তারিখে 2024-25 অর্থবর্ষের জন্য WBSEDCL এর Tariff Order মঞ্জুর করেছেন। এই আদেশনামা অনুযায়ী বিগত বছরের সাপেক্ষে বিদ্যুতের কোনওরূপ মাশুল বৃদ্ধি হয় নি। WBSEDCL জানিয়েছে, এই ধরনের অপপ্রচারে গ্রাহকরা যাতে কোনওভাবেই গুরুত্ব না দেন। এই ব্যাপারে কোনো প্রয়োজনে নিকটবর্তী কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করাহয়েছে। বিদ্যুতের ইউনিট প্রতি চার্জ নিয়ে এই সমাজ মাধ্যমে ছড়ানো পোস্ট সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রন্তিকর বলে দাবি করা হয়।

WBSEDCL -এর তরফে জানানো হয়েছিল, ঘরোয়া গ্রাহকদের জন্য পুরনো এবং নতুন ট্যারিফে কোনও পার্থক্য নেই। তাঁদের তরফে জানানো হয়, নতুন ভাড়া চালু হয়েছে ১ এপ্রিল, ২০২৪ থেকে। অন্যদিকে, ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত যে বিল হবে, সেটা পুরনো ইউনিট অনুযায়ী হবে। ১ এপ্রিল থেকে নতুন ট্যারিফ কার্যকর হবে। WBSEDCL-এর তরফে পরিষ্কার ভাবে জানানো হয়, ৬৪ দিনের বিল হবে পুরনো ট্যারিফ অনুযায়ী আর ২৭ দিনের বিল হবে নতুন ট্যারিফ অনুযায়ী। যে বিল হয়েছে, সেখানে দিন সংখ্যা অনুযায়ী প্রতিটি স্ল্যাব দুই ভাগে ভেঙে দেখানো হয়েছে।

WBSEDCL-র বিদ্যুৎ কি এবার আরও দামি? বিলে ‘নিউ ট্যারিফ’-এর ব্যাখ্যা সংস্থার
উল্লেখ্য, এমনিতেই গরমকালে বেশি বিদ্যুৎ ব্যবহার করে থাকেন গ্রাহকরা। এপ্রিল, মে মাস সবথেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করতে হয় গ্রাহকদের। সেক্ষেত্রে, বিদ্যুতের ইউনিট নিয়ে যে পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তা দেখে অনেকটাই চিন্তায় পড়ে যান গ্রাহকরা। বিষয়টি নিয়ে বিভ্রান্তি কাটাতেই এই নির্দেশ দেওয়া হল WBSEDCL -এর তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *