WBSEDCL-এর ডাইরেক্টর ডিস্ট্রিবিউশন পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, গত ৬ মার্চ তারিখে 2024-25 অর্থবর্ষের জন্য WBSEDCL এর Tariff Order মঞ্জুর করেছেন। এই আদেশনামা অনুযায়ী বিগত বছরের সাপেক্ষে বিদ্যুতের কোনওরূপ মাশুল বৃদ্ধি হয় নি। WBSEDCL জানিয়েছে, এই ধরনের অপপ্রচারে গ্রাহকরা যাতে কোনওভাবেই গুরুত্ব না দেন। এই ব্যাপারে কোনো প্রয়োজনে নিকটবর্তী কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করাহয়েছে। বিদ্যুতের ইউনিট প্রতি চার্জ নিয়ে এই সমাজ মাধ্যমে ছড়ানো পোস্ট সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রন্তিকর বলে দাবি করা হয়।
WBSEDCL -এর তরফে জানানো হয়েছিল, ঘরোয়া গ্রাহকদের জন্য পুরনো এবং নতুন ট্যারিফে কোনও পার্থক্য নেই। তাঁদের তরফে জানানো হয়, নতুন ভাড়া চালু হয়েছে ১ এপ্রিল, ২০২৪ থেকে। অন্যদিকে, ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত যে বিল হবে, সেটা পুরনো ইউনিট অনুযায়ী হবে। ১ এপ্রিল থেকে নতুন ট্যারিফ কার্যকর হবে। WBSEDCL-এর তরফে পরিষ্কার ভাবে জানানো হয়, ৬৪ দিনের বিল হবে পুরনো ট্যারিফ অনুযায়ী আর ২৭ দিনের বিল হবে নতুন ট্যারিফ অনুযায়ী। যে বিল হয়েছে, সেখানে দিন সংখ্যা অনুযায়ী প্রতিটি স্ল্যাব দুই ভাগে ভেঙে দেখানো হয়েছে।
উল্লেখ্য, এমনিতেই গরমকালে বেশি বিদ্যুৎ ব্যবহার করে থাকেন গ্রাহকরা। এপ্রিল, মে মাস সবথেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করতে হয় গ্রাহকদের। সেক্ষেত্রে, বিদ্যুতের ইউনিট নিয়ে যে পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তা দেখে অনেকটাই চিন্তায় পড়ে যান গ্রাহকরা। বিষয়টি নিয়ে বিভ্রান্তি কাটাতেই এই নির্দেশ দেওয়া হল WBSEDCL -এর তরফে।