West Bengal Police,রাজ্যের মন্ত্রীর নিরাপত্তায় থাকা পুলিশকর্মীর বাড়িতেই চুরি! গায়েব ১২ লাখের গয়না – thief stole 12 lakh rupees gold from a policeman house who gives security to a minister


রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর নিরাপত্তারাজ্যের মন্ত্রীর নিরাপত্তায় থাকা পুলিশকর্মীর বাড়িতেই চুরি! গায়ের ১২ লাখের গয়নার দায়িত্বে থাকা পুলিশ কর্মীর বাড়িতেই লক্ষাধিক টাকার চুরি!বাড়ির তিনজন সদস্য রাজ্য পুলিশের কর্মী। এদিন ডিউটিতে থাকায় বাড়িতে ছিলেন শুধু পরিবারের অন্য়ান্য সদস্যরা। গভীর রাতে দুষ্কৃতীরা তালা ভেঙে ঘরে ঢুকে অবাধে লুটপাট চালায়।আলমারি শো কেস সহ লন্ডভন্ড করা হয় ঘরের নানা জিনিস। তবে ঘরে কেউ থাকলেও কোনওরকম টের পাননি তাঁরা। সেই থেকেই অনুমান করা হচ্ছে স্প্রে করেই হয়তো ঘুম পাড়িয়ে দিয়ে দুষ্কৃতীরা এই চুরির ঘটনা ঘটিয়েছে। সকাল বেলা উঠতেই চোখে পড়ে এই গোটা ঘটনা।

বাড়ির জিনিস চুরি যাওয়ায় মাথায় হাত পড়ে পরিবারের সদস্যদের। খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন পরিবারের সদস্য পুলিশকর্মীরাও। পুলিশ কর্মী শান্তনুদাস জানান, প্রায় ২০০ গ্রাম মতো সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকা। শুধু এই বাড়ি নয় পার্শ্ববর্তী আরেকটি বাড়িতেও চুরি হয়েছে। রাখি বিশ্বাস নামে ওই মহিলার বাড়িতে এদিন সকালে নজরে আসে চুরির ঘটনা।

গাইঘাটা থানা এলাকার উত্তর বকচরা এক নম্বর টালি কারখানা এলাকায় গত কিছুদিন ধরেই বেড়েছে অসামাজিক কার্যকলাপ , এমনটাই দাবি স্থানীয়দের। পাশাপাশি বেড়েছে বহিরাগতদের আনাগোনাও। এই জায়গায় কিছুদিন আগেই উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। ঘটনার খবর পেয়েই ছুটে আসে গাইঘাটা থানার পুলিশ। গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তারা।

এদিকে এলাকার পুলিশ কর্মীর বাড়িতে এই চুরির ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয়রা আতঙ্কিত। তাঁদের কথায়, ‘এই এলাকার প্রত্যেকেই জানেন ওই পরিবারের অনেকেই পুলিশে চাকরি করেন। এলাকায় তাঁদের সুনামও রয়েছে। কিন্তু, সেই বাড়িতেও এবার চুরির ঘটনা। এটাকে দুঃসাহসই বলা চলে। অন্যান্যরা কি আদৌ সুরক্ষিত? তা নিয়ে প্রশ্ন উঠছে।’

Khardah Police : ৪৫০ বছরের প্রাচীন কৃষ্ণমূর্তি চুরি, রাতেই উদ্ধার

প্রসঙ্গত, পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে যাবতীয় তথ্যের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে খবর, বাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কী ভাবে তাঁরা এমন ঘুমে আছন্ন ছিল? এর নেপথ্য়েও কি চোরের কোনও কারসাজি রয়েছে? সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, ওই পরিবার এই মুহূর্তে আতঙ্কে রয়েছে। তাঁদের কথায়, ‘যে বা যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের দ্রুত শাস্তির দাবি করছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *