রাজ্য পুলিশের তরফে ওই ভিডিয়োয় জানানো হয়েছে ‘Two Factor Authentication’-এর কথা। এই পদ্ধতির মাধ্যমে আপনার প্রোফাইলটি সুরক্ষিত করা যেতে পারে। Facebook, হোয়াটসঅ্যাপ বা জিমেল প্রোফাইলে এই বিশেষ সুবিধা রয়েছে। সেটিংস অপশনে গিয়ে এই ‘Two Factor Authentication’ বা ‘Two Step Verification’ পদ্ধতির মাধ্যমে প্রোফাইল সুরক্ষিত করা যায়।
এর মধ্যে আপনি নিজের মোবাইল নম্বর আপলোড করলে, আপনার কাছে একটি নির্দিষ্ট কোড আসবে। সেই কোড আবার নির্দিষ্ট জায়গায় আপলোড করলে আপনার প্রোফাইলটি সুরক্ষিত হয়েছে বলে জানিয়ে দেওয়া হবে ওই সোশ্যাল মিডিয়া থেকে। সেক্ষেত্রে, আপনার মোবাইল নম্বর প্রকাশ্যে আসার কোনও বিষয় নেই।
এই পুরো বিষয়টি একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে সহজে শেখানো হয়েছে রাজ্য পুলিশের প্রোফাইল থেকে। রাজ্যের বিভিন্ন সাইবার পুলিশের শাখায় এই ধরনের প্রোফাইল হ্যাক হওয়ার প্রচুর অভিযোগ জমা পড়ে নিত্যদিন। সাধারণ মানুষের পাশাপাশি, অনেক সেলিব্রিটি মানুষ, সরকারি দফতরের Facebook পেজ হ্যাক হওয়ার মতো ঘটনা ঘটেছে বিগত দিনে। সেক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল সুরক্ষিত রাখার ব্যাপারে বিশেষ সতর্কতা প্রদান করল রাজ্য পুলিশ।
উল্লেখ্য, রাজ্য সরকারের সিনিয়র ডেপুটি সেক্রেটারির Facebook হ্যাক করে সরকারি কর্মীর সাড়ে ৭৬হাজার টাকা প্রতারণার ঘটনা ঘটেছে কিছুদিন আগেই। গত বছর ডিসেম্বর মাসেই চাঁচলের তৃণমূল বিধায়ক নীহার ঘোষের Facebook প্রোফাইল হ্যাক করা হয়। বিপদ ঘটে যাওয়ার আগে আপনি নিজেই সতর্কতা অবলম্বন করুন বলে বার্তা রাজ্য পুলিশের।