West Bengal Police,Facebook-Whatsapp প্রোফাইল সুরক্ষিত রাখবেন কী ভাবে? হ্যাকিং রুখতে বিশেষ ভিডিয়ো বার্তা রাজ্য পুলিশের – west bengal police shared video for facebook whatsapp profile hacking awareness


আপনার Facebook প্রোফাইল হ্যাক হয়েছে? আপনার প্রোফাইলে অযাচিত কিছু জিনিষ শেয়ার হয়ে যাচ্ছে অজান্তেই, যা নিয়ে আপনি বিব্রত? মাঝেমধ্যেই ঘটছে এই ধরনের ঘটনা। Facebook, হোয়াটসঅ্যাপ বা জিমেল প্রোফাইল হ্যাক হওয়া নিয়ে বিশেষ বার্তা দিল রাজ্য পুলিশ।রাজ্য পুলিশের তরফে একটি ভিডিয়ো বার্তা দেওয়া হয়েছে সমাজ মাধ্যমে। সেখানে Facebook, হোয়াটসঅ্যাপ বা জিমেল প্রোফাইল হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাতে বিশেষ টিপস দেওয়া হয়েছে। অনেক সময়ই আপনি আপনার নিজস্ব পাসওয়ার্ড, ওটিপি শেয়ার না করলেও প্রোফাইল হ্যাক হয়ে যাচ্ছে। আপনার প্রোফাইল থেকে অযাচিত কিছু জিনিস বা অশ্লীল কোনও পোস্ট বা ভিডিয়ো শেয়ার করে দেওয়া হচ্ছে অজান্তেই। যাতে আপনার সামাজিক সম্মানহানি ঘটতে পারে। এমনকি, আরও বড় কোনও বিপদেও পড়তে পারেন।

রাজ্য পুলিশের তরফে ওই ভিডিয়োয় জানানো হয়েছে ‘Two Factor Authentication’-এর কথা। এই পদ্ধতির মাধ্যমে আপনার প্রোফাইলটি সুরক্ষিত করা যেতে পারে। Facebook, হোয়াটসঅ্যাপ বা জিমেল প্রোফাইলে এই বিশেষ সুবিধা রয়েছে। সেটিংস অপশনে গিয়ে এই ‘Two Factor Authentication’ বা ‘Two Step Verification’ পদ্ধতির মাধ্যমে প্রোফাইল সুরক্ষিত করা যায়।


এর মধ্যে আপনি নিজের মোবাইল নম্বর আপলোড করলে, আপনার কাছে একটি নির্দিষ্ট কোড আসবে। সেই কোড আবার নির্দিষ্ট জায়গায় আপলোড করলে আপনার প্রোফাইলটি সুরক্ষিত হয়েছে বলে জানিয়ে দেওয়া হবে ওই সোশ্যাল মিডিয়া থেকে। সেক্ষেত্রে, আপনার মোবাইল নম্বর প্রকাশ্যে আসার কোনও বিষয় নেই।

এই পুরো বিষয়টি একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে সহজে শেখানো হয়েছে রাজ্য পুলিশের প্রোফাইল থেকে। রাজ্যের বিভিন্ন সাইবার পুলিশের শাখায় এই ধরনের প্রোফাইল হ্যাক হওয়ার প্রচুর অভিযোগ জমা পড়ে নিত্যদিন। সাধারণ মানুষের পাশাপাশি, অনেক সেলিব্রিটি মানুষ, সরকারি দফতরের Facebook পেজ হ্যাক হওয়ার মতো ঘটনা ঘটেছে বিগত দিনে। সেক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল সুরক্ষিত রাখার ব্যাপারে বিশেষ সতর্কতা প্রদান করল রাজ্য পুলিশ।

স্টক মার্কেট নিয়েও সাইবার প্রতারণা, গায়েব ২ কোটি! নয়া ফাঁদ শহরে
উল্লেখ্য, রাজ্য সরকারের সিনিয়র ডেপুটি সেক্রেটারির Facebook হ্যাক করে সরকারি কর্মীর সাড়ে ৭৬হাজার টাকা প্রতারণার ঘটনা ঘটেছে কিছুদিন আগেই। গত বছর ডিসেম্বর মাসেই চাঁচলের তৃণমূল বিধায়ক নীহার ঘোষের Facebook প্রোফাইল হ্যাক করা হয়। বিপদ ঘটে যাওয়ার আগে আপনি নিজেই সতর্কতা অবলম্বন করুন বলে বার্তা রাজ্য পুলিশের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *