Sandeshkhali Sting Video,’মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে’, সন্দেশখালি সংক্রান্ত ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুললেন রেখা পাত্র – rekha patra bjp candidate reaction during basirhat lok sabha election campaign on trending video about sandeshkhali


সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োকে তুলে ধরে তৃণমূল দাবি করেছে যে ‘সন্দেশখালি বিজেপির পরিকল্পিত চক্রান্ত।’ এবার তৃণমূলের সেই দাবির প্রেক্ষিতে মুখ খুললেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। ভাইরাল ভিডিয়ো ‘তৃণমূলের চাল’ বলেই পালটা দাবি করেন তিনি।

কী বললেন রেখা পাত্র?

রেখা পাত্র বলেন, ‘এসব তৃণমূলের চাল, গঙ্গাধর কয়ালের বিষয়ে যে অপবাদ দেওয়া হয়েছে সেটা মিথ্যে, এটার কোনও সত্যতা নেই, এটা তৃণমূলের একটা চক্রান্ত।’ একইসঙ্গে ভিডিয়োতে গঙ্গাধর কয়ালের কণ্ঠস্বর নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে রেখা বলেন, ‘এটাও তৃণমূলের কাজ। তৃণমূল এটা হয়ত ওঁকে ভয় দেখিয়ে বলিয়েছে। তিনি সংগঠনের লোক, তিনি কখনও এমন বলতে পারেন না। ওঁর নামে মিথ্যে দোষ চাপান হচ্ছে। ভারতীয় জনতা পার্টির কোনও সদস্য এমন করতেই পারেন না।’

প্রসঙ্গত, নির্বাচনের মাঝে কয়েকদিন আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালি। এবার ফের একবার চর্চার কেন্দ্রবিন্দুতে সেই সন্দেশখালি। ইতিমধ্যেই সন্দেশকালি নিয়ে প্রকাশ্যে এসেছে একটি ভাইরাল ভিডিয়ো। সেই ভিডিয়োতে গঙ্গাধর কয়াল নামে এক বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালির ‘ধর্ষণের অভিযোগ সাজানো’। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। ভিডিয়োতে ওই নেতা আরও দাবি করেছেন, পুরো বিষয়টি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনামাফিক ঘটানো হয়েছে। ‘খালি হাতে নয়’, টাকা ও মদের বিনিময়ে এই সমস্ত ঘটনা ঘটানো হয়েছে বলেও ভিডিয়ো-তে দাবি করেছেন তিনি।

এই বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কার্যত চ্যালঞ্জ ছুড়ে গিয়ে বলেন, ‘গঙ্গাধর কয়ালকে হিম্মত থাকলে সাসপেন্ড করুন।’ এমনকী লোকসভা নির্বাচনে বিজেপির ভোটবাক্সে এর প্রভাব পড়বে বলেও দাবি করেছেন অভিষেক। তৃণমূলের এই শীর্ষ নেতা বলেন, বাংলায় আপনারা বলছিলেন ৩০টা আসন পাবেন। বাংলাকে ছোট করে আপনারা ৩০টা আসন পাবেন? যে পরিণতি আপনাদের একুশ সালে হয়েছিল, তার চেয়েও খারাপ পরিণতি হবে।’
সন্দেশখালিতে মহিলাদের ধর্ষণের অভিযোগ সাজানো? ভাইরাল ভিডিয়োয় ‘BJP নেতা’-র দাবিতে শোরগোল

গঙ্গাধর কয়ালের কী বক্তব্য?

এদিকে যাঁর বক্তব্য ঘিরে এত ঘটনা, সেই গঙ্গাধার কয়াল অবশ্য ভাইরাল এই ভিডিয়োটিকে ‘চক্রান্ত’ বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘ভিডিয়োটি চক্রান্ত, আইপ্যাক ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের দাবি জানাচ্ছি।’ গঙ্গাধর আরও বলেন, ‘এআইকে কাজে লাগিয়ে আমার মুখ ও গলার আওয়াজের বিকৃতি ঘটিয়ে এটা করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে কাজে লাগিয়ে এটা করেছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *