এদিকে দুর্ঘটনার পর আহত বিজেপি কর্মীকে দ্রুত ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপির হাওড়া গ্রামীণ জেলা নেতৃত্ব সূত্রে খবর, দুর্ঘটনায় অরুণ উদয় পাল চৌধুরীর কলার বোন এবং পাঁজরে আঘাত লেগেছে। চিকিৎসকেরা তাঁকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, দুর্ঘটনায় বিজেপি প্রার্থী আহত হওয়ার পর বিজেপি তৃণমূলের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে।
বিজেপির হাওড়া গ্রামীণ জেলা যুব মোর্চার সভাপতি অভিযোগ করেন, সোমবার অরুণ উদয় পাল চৌধুরী। টোটোয় চেপে প্রচারের সময় আচমকা দুই তৃণমূল কর্মী বাইকে চেপে টোটোর সামনে চলে আসে। ঘটনায় টোটো চালক ভারসাম্য হারিয়ে ফেললে টোটো উলটে যায়। টোটোয় থাকা সকলেই নিচে পড়ে যায়। তিনি জানান, দুর্ঘটনায় অরুণ উদয় পাল চৌধুরী ছাড়াও তার দুই দেহরক্ষী ও তার সঙ্গে থাকা এক বিজেপি কর্মী আহত হয়েছেন।
বিষয়টি নিয়ে বিজেপির পক্ষ থেকে কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানান শুভ্র মাঝি। অন্যদিকে বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীর আহত হওয়ার ঘটনায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুনাভ সেন। যদিও এই ঘটনাকে নিয়ে বিজেপির ‘নোংরা রাজনীতি’ বলে প্রতীবাদ জানিয়েছেন তিনি। সেন বলেন, ‘বিজেপির এই নোংরা রাজনীতি এবার বন্ধ হওয়া উচিত।’ আরে বিজেপির এই নোংরা রাজনীতির জন্য মানুষ তাঁদের বাতিল করে দিচ্ছে বলে জানান বিধায়ক অরুনাভ সেন।